Facebook Profile Name colouring Font And Stylish Text

বন্ধুরা আমাদের ফেসবুক প্রোফাইলের নামের মধ্যে কোন রকমের স্টাইল ফন্ট বা কালার ফন্ট ব্যবহার করতে পারি না। যার কারণে ফেসবুক প্রোফাইলের নামটি সবার একই রকম দেখা যায়। তো আমরা চাইলে আমাদের ফেসবুক প্রোফাইলের নামটি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারি। যেমন কালারিং টেক্সট সহ স্টাইল টেক্সট ব্যবহার করতে পারি। এটি করার কারণে ফেসবুক প্রোফাইলের নামটি দেখতে খুবই অসাধারণ লাগবে। আর আপনার যেকোন বন্ধুবান্ধব ফেসবুক প্রোফাইলে ভিজিট করলে সে দেখে অবাক হতে বাধ্য হবে। তো ফেসবুক প্রোফাইলের মধ্যে কালারিং টেক্সট সহ স্টাইল ভাবে নাম লেখার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে ?

সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে একটি Android অ্যাপস ইনস্টল করে নিতে হবে।

অ্যাপসটি ইন্সটল করার জন্য। সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন এবং সার্চ করবেন fancy keyboard এটি লিখে সার্চ করবেন। অ্যাপস টি আপনাদের সামনে শো করবে মূলত এটি একটি কিবোর্ড এটির সাহায্যে আমাদের ফেসবুক প্রোফাইলের নামটি স্টাইল এবং কালারিং টেক্সট দিয়ে লিখব। তো অ্যাপসটি ইন্সটল করার পর ওপেন করবেন। ওপেন করার পর কিছু পারমিশন চাইবে সবগুলাকে অন করে দেবেন। 

এই অ্যাপস এর ডাউনলোড লিঙ্ক টি অবশ্যই এখানে দেয়া থাকবে একটু খোঁজে নেবেন এবং এই লিঙ্কে ক্লিক করেই ইনস্টল করে নিতে পারেন। 

তারপর যেটি করতে হবে। মোবাইল ফোনে ফেসবুক লগইন করে নেবেন। নেওয়ার পর ওপরের তিন লাইনে ক্লিক করবেন এবং settings and privacy তে ক্লিক করবেন। তারপর আবার setting এ ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন personal information এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন Name নামে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটি ছোট ফর্ম ওপেন হয়ে যাবে যেখানে আপনার ফেসবুক প্রোফাইলের নাম দেখতে পাবেন। এখন আপনি সেই নামে ক্লিক করে নাম চেঞ্জ করতে পারি। এবং চাইলে সেন নামে কালারিং টেক্সট এবং স্টাইল টেক্সট ব্যবহার করতে পারেন। এখন নামে ক্লিক করে দেবেন দেওয়ার পর যে কিবোর্ডটি ওপেন হবে তার কন্যাকে দেখতে পাবেন F আইকন সেই F আইকন এ ক্লিক করে দেবেন দেয়ার পর দেখতে পাবেন। অনেকগুলা স্টাইল ফন্ট এবং কালারিং ফন্ট যেকোনো একটি সিলেক্ট করে নেবেন। নেয়ার পর এখন আপনি ফেসবুক প্রোফাইলের নামটি লিখতে পারেন দেখবেন অটোমেটিক নামের টেক্সট গুলা স্টাইল এবং কালারিং হতে থাকবে। খুবই একটি মজার ব্যাপার। এই ছোট্ট স্টেপটি ফলো করলেই আপনার ফেসবুক প্রোফাইলে স্টাইল এবং কালারিং ফন্ট দিয়ে নাম লিখতে পারবেন
ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)