Real Fingerprint Lock On All Android Mobile Bangla

 

বন্ধুরা বর্তমান সময়ে প্রতিটা মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক দেখা যায় কিন্তু আগে যেসব মোবাইল গুলো লঞ্চ করা হয়েছে সেই সমস্ত মোবাইল ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক নেই। তাই আপনার হাতে যদি আগের পুরোনো কোন স্মার্টফোন থাকে হাতে আপনি অরজিনাল ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে পারবেন আর এটি প্রত্যেক মোবাইল ফোনে কাজ করবে। তবে এই অরিজিনাল ফিঙ্গারপ্রিন্ট লকটি আপনার পুরনো মোবাইল ফোনে সেট করার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে।

How to Use Real Fingerprint Lock

সর্বপ্রথম আমাদের মোবাইল ফোনে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপট ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে খুব সহজেই আপনার মোবাইল ফোনে এটি ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারেন। 

How to activate real fingerprint lock

অ্যাপসটি মোবাইল ফোনে ইন্সটল করার পর ওপেন করে নেবেন এবং কিছু পার্মিশন চাইবে সবগুলা পার্মিশন অন করে দেবেন। তারপর দেখবেন আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস ইন্সটল করা রয়েছে সেই সকল অ্যাপস কিন্তু আপনার সামনে শো করবে এবং সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন কোন গুলি লক করে রাখতে চান। এই সমস্ত অ্যাপস গুলি আপনার হাতের ফিঙ্গার দিয়ে লক করে রাখতে পারেন জেটি আপনি ছাড়া অন্য কেউ আনলক করতে পারবে না মূলত এটি একটি অ্যাপস লকার যেটির মাধ্যমে আমরা ফোনে থাকা প্রতিটা অ্যাপস লক করে রাখতে পারব। 

ইন্টারনেট থেকে টাকা ইনকাম করা শিখুন ?

ফিঙ্গারপ্রিন্ট লক একটিভ করার জন্য ওপরের তিন লাইনে ক্লিক করবেন এবং সেখান থেকে অ্যাক্টিভ ফিঙ্গারপ্রিন্ট সেই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং তারপর আপনার ফিঙ্গার দিয়ে দুই বার টাচ করে একবার হোল্ড করে ধরে থাকবেন তারপর দেখবেন ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু একটিভ হয়ে গেছে। এখন আপনার ফোনের কোন অ্যাপস যদি ওপেন করতে চান সেখানেই কিন্তু আপনার হাতের ফিঙ্গার দেওয়া লাগবে। যেহেতু এটি একটি অরজিনাল ফিঙ্গারপ্রিন্ট লক আর এটি প্রতিটা এন্ড্রয়েড ফোনে কাজ করবে। 

আপনি যদি আজকের এই স্টেপটি সম্পূর্ণ ফলো করতে পারেন ১০০ গ্যারান্টি আপনি আপনার নরমাল এন্ড্রয়েড ফোনের স্ক্রিনে রিয়েল ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন। এবং বন্ধু বান্ধব কে দেখিয়ে অবাক করে দিতে পারবেন। 

এটি প্র্যাকটিক্যাল দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন ইউটিউব চ্যানেল নাম Tech Modhu এখানে কমপ্লিট ভিডিও টিউটোরিয়াল দেয়া হয়েছে। এটি দেখার পর খুব সহজেই। যে কোন নরমাল এন্ড্রয়েড ফোনের স্ক্রিনে রিয়েল ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারেন। 

ধন্যবাদ। 

Apps Download

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ