সাবধান ফোনে এখন গোপন ক্যামেরা টাচ করলেই ধরা খাবেন ?

 

আমরা অনেক সময় মোবাইল ফোনটি বাড়িতে রেখে চলে যাই। ঠিক তখনই আমাদের অজান্তে মোবাইল ফোনটি নিয়ে অনেকেই ঘাটাঘাটি করে। আমাদের কাছে কোন রকমের প্রমাণ থাকে না।  যে।  কে মোবাইল ফোনটি নিয়ে ঘাটাঘাটি করেছে। তবে এখন থেকেই আপনি চাইলে মোবাইল ফোনটি বাড়িতে রেখে যেখানে খুশি যেতে পারেন তার কারণ আপনার মোবাইল ফোনে যদি কেউ টাচ করে। তার ছবি গোপনে উঠে যাবে। জেটি দেখে আপনি বুঝতে পারবেন যে। কে মোবাইল ফোনটি নিয়ে ঘাটাঘাটি করে। তো এটি করার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে। 


সর্বপ্রথম একটি Android অ্যাপস ইন্সটল করে নিতে হবে। তার জন্য চলে যাবেন মোবাইল ফোনের প্লে স্টোরে এবং সার্চ করবেন Who Tach My Phone এটি লিখে প্লে স্টোরে সার্চ করবেন। তারপরে অ্যাপসটি আপনার সামনে শো করবে সেখান থেকেই খুব সহজে ইনস্টল করে নিতে পারেনি। এছাড়া অ্যাপসটির ডাউনলোড লিংক এখানে দেয়া থাকবে একটু খোঁজ করবেন। এবং সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ইনস্টল করে নিতে পারেন। 


তারপরে অ্যাপসটি ওপেন করবেন। কিছু পারমিশন চাইতে পারে সব গুলাকে allow করে দেবেন। তারপর দেখতে পাবেন বেশ কয়েকটি সেটিংস। সেখান থেকে screen monitor এ ক্লিক করে দেবেন এবং সেটি অফ থাকলে অন করে নেবেন। তারপর set password এ ক্লিক করে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তারপর আপনার কাজ কমপ্লিট এখন আপনি অ্যাপসটি থেকে বের হয়ে চলে আসবেন। 


এখন আপনার অজান্তে যদি কেউ মোবাইল ফোনটি নিয়ে লক খোলার চেষ্টা করে কিংবা মোবাইল ফোনটি ঘাটাঘাটি করে। অটোমেটিক তার ছবি উঠতে থাকবে। আর এই ছবিগুলি দেখার জন্য আবার আপনাকে সেই অ্যাপস টি ওপেন করে নিতে হবে। এবং সেখান থেকে image capture তে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার অজান্তেই যে মোবাইল ফোনটি নিয়ে ঘাটাঘাটি করেছে তার অনেক ছবি দেখা যাবে খুবই একটি মজার ব্যাপার এই ছোট্ট সেটিংস টি ফলো করতে পারেন। ধন্যবাদ


App link

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ