আপনার ফোন চুরি তো দূরের কথা টাচ করলেই ধরা পড়বে ? এই গোপন কাজটি এখনই শিখে নিন

 

বর্তমান সময়ে মোবাইল ফোন চুরি হওয়াটাই খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে। যেমন মনে করেন আপনার ফোনটি চার্জে রেখে দূরে কোন জায়গায় গেলেন ঠিক সেইসময় আপনার কাছের মানুষ। কিংবা আপনার দূরের মানুষ। মোবাইল ফোনটি চুরি করার চেষ্টা করে। আপনি বুঝতে পারেন না। আপনার মোবাইল ফোন চুরি হওয়া থেকে বাঁচানোর খুবই সহজ একটি উপায় আছে। যেটি করার পর। ফোন চুরি হওয়া তো দূরের কথা আপনার ফোনে কেউ টাচ করলেই। ধরা পড়ে যাবে। কেননা আপনার মোবাইল ফোন। তার সিগ্নাল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে। তো খুবই অসাধারণ একটি কাজ। এটি করার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে ?


সর্বপ্রথম ছোট্ট একটি Android অ্যাপস ইন্সটল করে নিতে হবে। অ্যাপসটি ইন্সটল করার জন্য সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন। এবং সার্চ করবেন don't touch my phone এটি লিখে সার্চ করবেন অ্যাপস টি আপনাদের সামনে শো করবে। সেখান থেকে ইন্সটল করে নেবেন। অথবা অ্যাপস এর ডাউনলোড লিংক টি এখানে দেয়া থাকবে একটু খোঁজ করবেন এবং সেই লিঙ্কে ক্লিক করে ইন্সটল করে নিতে পারেন। 


তারপরে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর দুইবার Allow বাটানে ক্লিক করে দেবেন। তারপর Next বাটানে দুইবার ক্লিক করে দেবেন। তারপর Finish বাটানে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন অ্যাপস এর মেন পেজ আপনাদের সামনে সো হবে। সেখান থেকে Setting এ ক্লিক করে কিছু সেটিংস করে নেবেন। যেমন একটি ভালিয়াম অপার সিটি পাবেন সেটি টেনে ফুল করে দেবেন। তারপর service timer এ ক্লিক করে 3 Second সিলেক্ট করে দেবেন। তারপর একটি লক তৈরি করে নিতে হবে। নিচে দেখবেন পিন এবং প্যাটার্ন দেয়া থাকবে সেখানে ক্লিক করে একটি লক তৈরি করে নেবেন। মূলত এই লোকটি কেন তৈরি করতে হবে সেটি জেনে নি ? যখন আমাদের অজান্তে আমাদের মোবাইল ফোনে কেউ টাচ করবে ঠিক তিন সেকেন্ডের মধ্যেই মোবাইল ফোনে একটি সিগনাল বেজে উঠবে। সেই সিগন্যালটি কেউ বন্ধ করতে পারবে না। বন্ধ করার অপশন থাকবে সেখানে ক্লিক করলে। লক চাইবে সেই লোকটি কেউ জানবে না আপনি ছাড়া। এইজন্য লোকটি তৈরি করতে হবে। 


লকটি তৈরি করার পর ব্যাক বাটন এ ক্লিক করে ব্যাকে চলে আসবেন। আসার পর দেখতে পাবেন 2 টা বাটন ON + OFF যখন মোবাইল ফোনটি কোন জায়গায় রেখে যাবেন। ঠিক সেই সময় ON বাটানে ক্লিক করে এই সার্ভিসটি অন করে রাখবেন। এবং হোম বাটনে প্রেস করে বের হয়ে চলে আসবেন। এখন আপনার মোবাইল ফোনে যদি কেউ টাচ করে। টাচ করার তিন সেকেন্ডের মধ্যেই। একটি সিগনাল বেজে উঠবে। যেটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন। যে আপনার ফোনকে কেউ টাচ করেছে। আর সিগন্যালটি ততক্ষণ পর্যন্ত বাঁচতেই থাকবে যতক্ষণ পর্যন্ত লক না খুলবেন। 


খুবই একটি মজার ব্যাপার এই ছোট্ট স্টেপটি ফলো করতে পারেন। এবং আপনার মোবাইল ফোনটি চুরি হওয়া থেকে বাঁচাতে পারেন। ধন্যবাদ


App link

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ