Voice changer Apps during Call | Best Voice Changer Apps | Android Bangla

 

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বন্ধুদের সাথে একটু মজা করতে চান। তাই আজকের আমরা শিখব। যেভাবে নিজের কন্ঠ পরিবর্তন করে মেয়ের কন্ঠে ফোনে কথা বলা যায়। ঠিক একই রকমভাবে আপনি যদি মেয়ে হয়ে থাকেন অবশ্যই যে কোন ছেলের কন্ঠ নিয়ে ফোনে কথা বলতে পারেন এবং বন্ধু-বান্ধবের সাথে মজা করতে পারেন।

নিজেদের গলার কন্ঠ চেঞ্জ করে ফোনে কথা বলার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে। 

সর্বপ্রথম আমাদের মোবাইল ফোনে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তার জন্য সরাসরি ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন। এবং সেখান থেকে সার্চ করবেন Just4 Long এটি লিখে সার্চ এ ক্লিক করে দেবেন। তারপর দেখবেন অ্যাপসটি আপনার সামনেই শো করবে। কিংবা অ্যাপসটির ডাউনলোড লিংক এখানে দেয়া থাকবে একটু খুঁজে নেবেন। এবং সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপস টি ডাউনলোড করে নিতে পারেন। 

তারপরে অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করবেন। ওপেন করার পর কিছু পার্মিশন চাইবে সবগুলো পার্মিশন অন করে দেবেন। তারপর দেখবেন অ্যাপসটির মেন পেজ ওপেন হয়ে যাবে। এবং সেখান থেকে দেখতে পাবেন বেশ কয়েকটি অপশন। সেখান থেকে বেছে নিতে হবে Male Female তারপর কলিং বাটন এ ক্লিক করে যে কোন নাম্বারে কল করতে পারেন। আপনার ভয়েসের পরিবর্তে অন্য যে কোন ভয়েস দিয়ে কথা বলতে পারেন এবং বন্ধু-বান্ধবের সাথে মজা করতে পারেন। 

তবে একটা কথা অবশ্যই বলতে হচ্ছে। এই অ্যাপটির সাহায্যে গলার কন্ঠ পরিবর্তন করে কথা বলার জন্য। কিছু Credit এর প্রয়োজন হবে। আপনি যদি এই অ্যাপসটি ফার্স্ট টাইম আপনার মোবাইল ফোনে ডাউনলোড করেন কিছু Credit ফ্রিতে বোনাস স্বরূপ দেয়া হবে। এবং এটি শেষ হয়ে যাবার পরে। Credit কিনে কথা বলতে হবে। যেমন আমরা অনলাইনের মাধ্যমে মোবাইল ফোনে রিচার্জ করে থাকি ঠিক তেমনই এখানেও আমাদেরকে কিছু রিচার্জ করা লাগবে। রিচার্জ করার জন্য প্রয়োজন হবে এটিএম কিংবা ডেবিট কার্ড কতবার কোন মাস্টারকার্ড হলেও চলবে। 

Just4 long অ্যাপস টি 100% কার্যকর এবং একটি জেনুইন অ্যাপস। এই অ্যাপসটি অ্যান্ড্রয়েড কিংবা আইফোনে ব্যবহার করতে পারেন। এই অ্যাপসটি ব্যবহার করার ক্ষেত্রে যদি কোন রকমের কোন সমস্যা হয়। তা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আপনাকে সাহায্য করতে পারবে আমরা অনেক খুশি হব। 

এই ধরনের নিত্য নতুন নতুন পোস্টগুলি পেতে প্রতিনিয়ত আমাদের এই সাইটটি ভিজিট করুন

ধন্যবাদ। 

App Download

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)