How to Make Your Own Dj Name Mixer Song !! Bangla tutorial

 How to Make Your Own Dj Name Mixer Song !! Bangla tutorial 



এখন থেকেই নিজের নামের অসাধারণ Dj গান তৈরি করতে পারবেন ? এটি খুবই সহজ ব্যাপার আপনার হাতে একটি স্মার্টফোন থাকলেই চলবে স্মার্ট ফোনের সাহায্যে নিজের নামের Dj গান তৈরি করা খুবই সহজ।


Dj গান তৈরির জন্য বিস্তারিত জানুন ?


নিজের নামের অসাধারণ Dj গান তৈরি করার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে। এবং একটি ছোট্ট Android app ইনস্টল করে নিতে হবে। 


সর্বপ্রথম মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নিতে হবে এবং সার্চ করতে হবে Dj Name Mixer এটি লিখে সার্চ করার পরে অ্যাপসটি সামনেই শো করবে অ্যাপসটি ইন্সটল করে নেবেন , অথবা অ্যাপটির লিঙ্ক এখানে দেওয়া থাকবে একটু খুঁজে দেবেন।


গুরুত্বপূর্ণ স্টেপ ফলো করুন

তারপরে অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করবেন এবং কিছু পারমিশন চাবে সবগুলো পারমিশন কে Allow করে দেবেন , তারপর start mixing বাটনে ক্লিক করে দেবেন তারপর দেখবেন ফোনের অডিও লাইব্রেরি শো করবে যেখান থেকে বেছে নিতে হবে আমরা কোন গানের মধ্যে নিজের নামের Dj Voice দেবো , পছন্দের গানের উপর ক্লিক করে দেবেন তারপর দেখবেন নাম লেখার একটি বক্স দেখা যাবে সেখানে নিজের নামটি লিখতে হবে, তবে অবশ্যই খেয়াল রাখবেন নিজের নামটি লেখার আগে অবশ্যই Dj লিখবেন তারপরে যে নামের ডিজে বানাতে চান সেই নামটি লিখবেন, তারপর mixer DJ Name voice এ ক্লিক করে দেবেন, তারপর Save এ ক্লিক করে দেবেন, দেখবেন অডিওটি মোবাইল ফোনে সেভ হতে থাকবে একটু ওয়েট করে নেবেন। 


একটু ওয়েট করার পর Dj গানটি ফোনের অডিও লাইব্রেরীতে সেভ হয়ে যাবে !


এই সহজ কিছু স্টেপ ফলো করতে পারেন এবং নিজের নামের অসাধারণ dj গান তৈরি করতে পারেন। 

ধন্যবাদ। 


Dj Mixing app Download link


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ