how to use fingerprint scanner in all Android device

 

এখন প্রতিটা Android ফোনে Fingerprint lock ব্যবহার করতে পারবেন যদি আপনার মোবাইল ফোনে fingerprint scanner নাও থাকে তবুও আপনি আপনার পুরানো device এ একদম অরজিনাল Fingerprint lock ব্যবহার করতে পারবেন। সম্পূর্ন ফ্রীতে।


তবে যেকোনো Android device এ অরজিনাল  ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে ?


সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে একটি Android app ইনস্টল করে নিতে হবে এবং সেই সঙ্গে অ্যাপসটির মধ্যে কিছু সেটিংস ফলো করতে হবে। 


অ্যাপসটি ইন্সটল করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করবেন এবং ইন্সটল করে নেবেন। 


তারপরে অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করবেন এবং নিচের তিনটি সেটিংস allow করবেন তারপর active fingerprint lock এ ক্লিক করবেন এবং আপনার হাতের ফিঙ্গার দিয়ে দুই বার টাচ করে তারপর হোল্ড করে ধরে রাখবেন। রাখার পর ফিঙ্গারপ্রিন্ট লক active হয়ে যাবে। 

খুবই সহজ একটি ব্যাপার প্রথমে অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। 


App Dawnload link

একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)