Messenger new update 2020 নতুন আপডেট সম্বন্ধে বিস্তারিত জেনে নিন ?

 

Messenger এর নতুন আপডেট এবং অসাধারণ ফিচার। এখন প্রায় মানুষ ফেসবুক ব্যবহার করেন এবং তার পাশাপাশি মেসেঞ্জার ও ব্যবহার করেন। আর মেসেঞ্জারে বিভিন্ন বন্ধু-বান্ধবের সাথে চ্যাট করে থাকে। 2020 তে মেসেঞ্জার নতুন কিছু আপডেট প্রোভাইড করেছে। তারমধ্যে অন্যতম একটি আপডেটের বিষয় আমরা জানবো। আমরা যখন মেসেঞ্জার ওপেন করে বন্ধুদের সাথে চ্যাট করি। সেই চ্যাট ব্যাকগ্রাউন্ড টি কিন্তু সম্পূর্ণরূপে হোয়াইট কালার দেখা যায়। আমরা সেখানে কোন রকমের কোন থিমস সেট করতে পারিনা। কিন্তু এখন মেসেঞ্জারের নতুন আপডেট অনুসারে যেকোনো চ্যাট ব্যাকগ্রাউন্ডে আমরা থিমস সেট করতে পারব। তবে এটি করার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে ?


সর্বপ্রথম আপনার  স্মার্টফোনের মধ্যে যে ম্যাসেঞ্জার এপসটি ইনস্টল করে রেখেছেন। সেই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। এবং তারপরে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে লগইন হয়ে যাবেন। তারপর চ্যাটে চলে যাবেন যেখান থেকে আপনি বন্ধু বন্ধবের সাথে চ্যাট করে থাকেন সেখানে চলে যাবেন। যাওয়ার পরে উপরের কর্নারে একটি আই বাটন দেখতে পাবেন। সেই আই বাটনে ক্লিক করে দেবেন। তারপর বেশকছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে Themes অপশনটির মধ্যে প্রবেশ করবেন। তবে আপনার মেসেঞ্জার যদি আপলোড না করা থাকে। থিমস অপশনটি দেখা যাবে না। তাই ম্যাসেঞ্জার এপসটি আপডেট করে নিতে হবে। তারপর Themes অপশনটির মধ্যে প্রবেশ করার পর দেখা যাবে বেশকছু অসাধারণ থিমস। সেখান থেকে মনের মত একটি থিমস সেট করে নিতে পারেন আপনার মেসেঞ্জারে চ্যাট ব্যাকগ্রাউন্ডে। যেটি দেখতে খুবই অসাধারণ লাগবে


Messenger এর। আরো নতুন আপডেট এবং ফিচার সম্বন্ধে জানতে আমাদের এই পোস্টগুলি। রেগুলার পড়তে পারেন। 


নতুন Messenger এর। আপডেট লিঙ্ক এখানে দেওয়া থাকবে। এই লিংকে ক্লিক করে আপনার মেসেঞ্জার টি আপডেট করে নিতে পারেন। ধন্যবাদ


Download



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ