এখন থেকে যে কোন ফ্রেন্ডের সাথে ইংলিশে চ্যাট করতে পারবেন ?

 

এখন থেকে যে কোন ফ্রেন্ডের সাথে ইংলিশে চ্যাট করতে পারবেন। যদি আপনি ইংলিশ নাও লিখতে পারেন। তবুও ইংলিশ থেকে চ্যাট করতে পারবোনা। খুবই সহজ একটি ব্যাপার। অনেকের মধ্যে দেখা যায় ইংলিশে দুর্বলতা থাকার কারণে। বিদেশী কোন বন্ধুদের সাথে চ্যাট করতে পারেনা। আজকের পর থেকে আপনি চাইলে যেকোনো দেশি এবং বিদেশি বন্ধুদের সাথে মন খুলে চ্যাট করতে পারেন অভি ইংলিশে। তো ইংলিশে চ্যাট করার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে। যেমন আপনার মোবাইল ফোনে একটি ছোট্ট Android অ্যাপস ইন্সটল করে নিতে হবে। সাথে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস ফলো করতে হবে। 


সর্বপ্রথম চলে যাবেন মোবাইল ফোনের প্লে স্টোরে এবং সেখান থেকে সার্চ করবেন। Gboard এটি লিখে সার্চ করবেন। তারপর অ্যাপস টি আপনাদের সামনে শো করবে। সেখান থেকে খুব সহজেই অ্যাপসটি ইন্সটল করে নিবেন। অবশ্যই এই অ্যাপটির লিংক এখানে দেয়া থাকবে নিচের ডাউনলোড বাটন ফলো করবেন। এবং সেখানে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন।


তারপর যেটি করতে হবে ফোনের সেটিংস ওপেন করে নেবেন। এবং language And input এ চলে আসবেন। আসার পরে language এ ক্লিক করে দেবেন। তারপর virtual keyboard এ ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন Gboard অ্যাপসটি দেখতে পাবেন। Gboard আর্টস এর উপরে ক্লিক করে দেবেন। তারপর Add keyboard এ ক্লিক করে দেবেন। তারপর ভাষা সিলেক্ট করে নেবেন। বাংলা বাংলাদেশ বা বাংলা ভারত। যেটি আপনার ভাষা সেটিংস সিলেক্ট করে নেবেন। তারপর Done  এ ক্লিক করে দেবেন। এই কাজটি করার পরে। এখন আপনি বের হয়ে চলে আসবেন। এবং তারপর ফোনের চ্যাট বারে চলে যাবেন।  যেমন WhatsApp Messenger IMO যেখান থেকে আপনি বন্ধুদের সাথে চ্যাট করেন সেখানে চলে যাবেন। 


তারপরে যখনই চ্যাট বার ওপেন করবেন। ফোনের কিবোর্ড ওপেন হয়ে যাবে। সেখান থেকে কিবোর্ড এর উপরের দিকটায় লক্ষ্য করবেন। দেখতে পাবেন একটি Translate আইকন। সেই আইকনটিতে ক্লিক করে দেবেন তারপর Ok তে ক্লিক করে দেবেন। এটি করার পর এখন আপনি খুব সহজেই। যে কোন দেশি এবং বিদেশি বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেন। আপনার ফোনের কিবোর্ডে আপনি। বাংলায় লিখবেন। সাথে সাথে। সেটি ইংলিশে Transition হয়ে যাবে। খুবই একটি মজার ব্যাপার। তবে এই সেটিংস টি কেয়ারফুলি করে নিতে হবে। 

Download


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ