ফোনের সাউন্ড খুবই কম থাকলে যেভাবে বাড়িয়ে নেবেন ?

 

ফোনের সাউন্ড খুবই কম থাকলে যেভাবে বাড়িয়ে নেবেন। যখন আমরা নতুন কোন স্মার্টফোন কিনি তখন ফোনের সাউন্ড খুবই ভালো শোনা যায়। কিন্তু ধীরে ধীরে ফোনের সাউন্ড অনেকটাই কমতে থাকে। এটির মূল কারণ হলো আমাদের মোবাইল ফোনের Volume frequency কমজোর হয়ে পড়ে যার কারণে ফোনের সাউন্ড কমে যায়। তবে এমন কিছু Android অ্যাপ্লিকেশন আছে যেগুলির সাহায্যে ফোনের সাউন্ড আগের থেকে 200 গুন বাড়ানো সম্ভব। ঠিক তেমনই। ফোনের সাউন্ড যদি খুবই কম হয়। একটি Android মোবাইল অ্যাপস ইনস্টল করতে পারেন এবং ফোনের সাউন্ড বাড়িয়ে নিতে পারেন। এটি করার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে ?


সর্বপ্রথম মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন। এবং সার্চ করবেন Volume Booster এটি লিখে সার্চ করবেন। অ্যাপসটি সামনে শো করবে। সেই অ্যাপসটি মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। 


তারপর অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করবেন। ওপেন করার পর সর্বপ্রথম ওকে পাটানে ক্লিক করবেন। এবং সেখান থেকে খুঁজে নিতে হবে সেটিংস আইকন। সেটিংস আইকনে ক্লিক করবেন। তারপর। সবগুলা খালি বক্সে টিক মার্ক করে দেবেন। তারপর সবার নিচে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে। 90% 80% সিলেক্ট করে নেবেন। তারপর আবার ব্যাকে আসবেন। আসার পরে নিচে একটি অপার সিটি দেয়া থাকবে সেটি টেনে ফুল করে দেবেন। তারপর পুরো ব্যাকে চলে আসবেন। আসার পরে। ফোনের যেকোন একটি ভিডিও কিংবা অডিও প্লে করে দেখে নেবেন। ফোনের সাউন্ড আগের থেকে 200 গুন বেড়ে যাবে। এটি 100% সঠিক এবং কার্যকরী।


এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইন্সটল করতে যদি কোন সমস্যা হয় তবে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাপস কি ডাউনলোড করে নিতে পারেন। 

                   

                                   




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ