How to Fast Internet Speed in Your Android Mobile Phone

 

ফোনের ইন্টারনেট স্পিড কেন স্লো হয় এবং কিভাবে সেটি বাড়িয়ে নেওয়া যায়। যখন আমরা নতুন কোন স্মার্ট ফোন কিনি তখন দেখা যায় ইন্টারনেট স্পিড মোটামুটি ফাস্ট থাকে। তারপর ধীরে ধীরে ফোনের ইন্টারনেট স্পিড কমতে থাকে। এটির মূল কারণ। আমরা স্মার্টফোনের মধ্যে বিভিন্ন গেম এবং থার্ড পার্টি এপ্লিকেশন ইউজ করে থাকি যার কারণে আমাদের ফোনের ইন্টারনেট ধীরে ধীরে কমতে থাকে। এছাড়া আরো অনেক কারণ আছে যেমন আমাদের স্মার্টফোনে। আমরা বিভিন্ন সেটিংস অন করে রাখি কিন্তু আমরা বুঝতে পারি না এগুলি অন করার কারণে ফোনের ইন্টারনেট স্পিড ধীরে ধীরে কমতে থাকে। তো ফোনের ইন্টারনেট স্পিড কিভাবে বাড়িয়ে নিতে হয় সেটি জেনে নেব। ফোনের ইন্টারনেট স্পিড বাড়িয়ে নেওয়ার জন্য। সহজ কিছু স্টেপ ফলো করতে হবে। 


প্রথমত একটি ছোট্ট Android মোবাইল অ্যাপস ইনস্টল করে নিতে হবে। মূলত এটির সাহায্যে আমাদের ফোনের ইন্টারনেট স্পিড বাড়াতে পারব। তো এপ্লিকেশনটি ইন্সটল করার জন্য ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন এবং সার্চ করবেন 1.1.1.1 ঠিক এমনটি লিখে সার্চ করবেন। তারপর দেখবেন অ্যাপ্লিকেশনটি সামনে শো করবে। সেটি ইন্সটল করে নেবেন। অবশ্যই অ্যাপ্লিকেশনের লিংক টি দেয়া থাকবে এখানে। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন।


তারপর অ্যাপ্লিকেশানটি মোবাইল ফোনে ওপেন করবেন এবং স্টার্ট এ ক্লিক করবেন। কিছু পারমিশন চাইতে পারে সবগুলাকে অন করে দেবেন। তারপর অ্যাপসের তিন লাইনে ক্লিক করে দেবেন। এবং সেখানে দুইটা ইন্টারনেট সার্ভার দেখতে পাবেন। সেখান থেকে নিচের সার্ভারটি নিয়ে নেবে কেননা এটি 5G স্পিড দিয়ে থাকে। তো অবশ্যই নিচের সার্ভারটি সিলেট করে দেবেন। তারপর ফোনের Back বাটনে ক্লিক করে Back এ চলে আসবেন। সেখানে দেখতে পাবেন একটি বড় সাইজের বাটন সেই বাটনে ক্লিক করে দেবেন। বাটনে ক্লিক করার পরে। নতুন ইন্টারনেট সার্ভার টি সম্পূর্ণ Activ হয়ে যাবে। তখন দেখবেন ফোনের ইন্টারনেট স্পিড আগের তুলনায় 200 গুন ফাস্ট হয়ে যাবে। খুবই সহজ একটি প্রসেস। এটি ফলো করতে পারেন। যদি ফোনের ইন্টারনেট খুবই স্লো দেখা দেয়। ধন্যবাদ


                                   


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ