How to Get Unlimited free Phone Call On Private Number

 

বিশ্বের যে কোন দেশে কল করুন সম্পূর্ণ ফ্রিতে আরও একটি মজার ব্যাপার হল এই যাকে আপনি কল দেবেন তার মোবাইল ফোনে আপনার নাম্বারটি শো করবে না আপনার নাম্বার এর পরিবর্তে একটি নতুন নাম্বার শো করবে। যেটি সে দেখে অবাক হতে বাধ্য। খুবই একটি মজার ব্যাপার। নিজের নাম্বার গোপন রেখে যে কোন দেশে ফ্রিতে কল করা যাবে। তো এটি করার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে ? এবং ছোট্ট একটি Android অ্যাপস ইন্সটল করে নিতে হবে। 


সর্বপ্রথম চলে যাবেন মোবাইল ফোনের প্লে স্টোরে এবং সেখানে সার্চ করবেন Textme এটি লিখে সার্চ করবেন। করার পর অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে এসো করবে। সেখান থেকে খুব সহজেই অ্যাপসটি ইন্সটল করে নিবেন। এছাড়া অ্যাপস এর ডাউনলোড লিংক এখানে দেয়া থাকবে একটু খুঁজে দেবেন। 


তারপরে অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করবেন। ওপেন করার পর বামদিকে দুই থেকে তিনবার সোয়াইপ করবেন। তারপর দেখতে পাবেন Gatestart এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর। অ্যাপসটির মধ্যে sign up করতে হবে। Google অতএব Facebook দারা Sign up করে নেবেন। তারপর অ্যাপসটির মধ্যে আপনি পুরোপুরি প্রবেশ করতে পারেন। খুবই ছোট্ট একটি প্রসেস।


তারপর ফ্রিতে কল করার জন্য। নিচে কল বাটনে ক্লিক করে দেবেন। এবং নাম্বার ডায়াল করার আগে Country সিলেক্ট করে নেবেন। মানে যে দেশে আপনি কল করতে চান। সেই দেশটি প্রথমত সিলেক্ট করে নেবেন। তারপর যে কোন নাম্বার ডায়াল করে। খুব সহজেই ফ্রিতে কল করতে পারেন। তবে একটা বিষয়ে অবশ্যই বলতে হচ্ছে যে কোন দেশে ফ্রী কল করার জন্য। কিছু Credit এর প্রয়োজন হবে। প্রথমে 4 Credit ফ্রিতে দেওয়া হবে। তারপর আপনাকে। Credit Earning করতে হবে। Credit Earning করার জন্য। Credit এ ক্লিক করে দেবেন তারপর Free তে চলে আসবেন। এবং সেখানে কয়েকটি অপশন দেখতে পাবেন। মূলত সেখান থেকেই আপনাকে। Credit Earning করার সুবিধা দেয়া হবে। এছাড়া আপনি চাইলে Credit কিনে কথা বলতে পারেন। 

ধন্যবাদ


App link



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ