১ টাই ফোনে ২ টা Screen ব্যবহার করতে পারেন ?

 

১ টা ফোনে ২ টা Screen ব্যবহার করার মজাটাই আলাদা। এটি যেকোনো স্মার্টফোনেই হবে ? ফোনের একদিকে ইউটিউব এবং অপরদিকে ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে পারবেন খুবই একটি মজার ব্যাপার। এটি করার জন্য কিছু সহজ স্টেপ ফলো করতে হবে। তো চলুন স্টেপ গুলো জেনে নি ?


ফোনে ডাবল স্ক্রীন ব্যবহার করার জন্য একটি ছোট Android মোবাইল অ্যাপস ইনস্টল করে নিতে হবে ?


সর্বপ্রথম যেটি করতে হবে। মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নিতে হবে। তারপর সার্চ করতে হবে Dual Browser এটি লিখে সার্চ করবেন। অ্যাপসটি সামনে শো করবে সেটি ইন্সটল করে নেবেন। অবশ্যই এই অ্যাপটির ডাউনলোড লিংক এখানেই দেওয়া থাকবে একটু খোঁজ করবেন। তারপরে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে ভাষা সিলেক্ট করবেন। তারপরে অটোমেটিক ফোনের স্ক্রীনটি দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখন চাইলে অপরের দিকটাই ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন। স্ক্রিনের নিচের দিকটায় চাইলেই ইউটিউব ব্যবহার করতে পারেন। খুবই একটি অসাধারণ ব্যাপার। এটি চাইলে প্র্যাকটিক্যালি করে দেখে নিতে পারেন। 


তবে এই অ্যাপসটি ফোনে ওপেন করার পরে যদি কোন পারমিশন চায় সবগুলাই পার্মিশন অন করে দেবেন। 


             অ্যাপস টি এখান থেকে ডাউনলোড করুন

                               


   


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ