how to check call list of any number | Check call Details of other person Bangla

 

বন্ধুরা আজকের আমরা শিখব যে কিভাবে যেকোনো ব্যক্তির ফোনের কল লিস্ট এবং কল ডিটেলস বের করতে হয়। তবে মনে রাখবেন এটি শুধুমাত্র এডুকেশন পারপাস এর জন্য দয়া করে কাউকে ব্ল্যাকমেইল করবেন না। 

যেকোনো ব্যক্তির ফোনের গোপন কল লিস্ট এবং কল ডিটেলস দেখার জন্য অবশ্যই সহজ কিছু স্টেপ ফলো করতে হবে।

যেভাবে অন্যের ফোনের কল লিস্ট দেখা যায় ?

যে কোন ব্যক্তির ফোনের গোপন কল লিস্ট বা কল ডিটেলস দেখার জন্য সর্বপ্রথম আমাদের মোবাইল ফোনে একটি ছোট্ট এন্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটি খুবই ছোট্ট একটি এপস এটি অবশ্যই আপনার স্মার্টফোনে ডাউনলোড করে নিতে হবে

অ্যাপসটি যেভাবে ডাউনলোড করবেন !

অ্যাপসটি ডাউনলোড করার জন্য সরাসরি ফোনের প্লে স্টোর ওপেন করতে পারেন এবং সার্চ করতে পারেন E2 PDF এটি লিখে সার্চ করলে অ্যাপসটি সামনেই শো করবে সেখান থেকেই খুব সহজে ইন্সটল করে নিতে পারেন অথবা নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে খুব সহজেই অ্যাপসটি আপনার স্মার্টফোনে ডাউনলোড করে নিতে পারেন।

অ্যাপসটি যেভাবে ব্যবহার করবেন !

অ্যাপসটি ডাউনলোড করার পর ফোনে ইন্সটল করে নেবেন এবং অ্যাপসটি ওপেন করবেন তারপর নিচে একটি খালি বক্স দেখতে পাবেন সেখানে একটি টিক মার্ক করবেন তারপর দেখতে পাবেন click to continue সেখানে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাবেন বেশ কিছু অপশন সেখান থেকে সিলেক্ট করবেন General call log এটি সিলেক্ট করবেন তারপরে যেটি করতে হবে ডেট এবং টাইম সিলেক্ট করতে হবে মানে আপনি ঠিক কতদিন আগেকারের কল লিস্ট এবং কল ডিটেলস দেখতে চান সেটির ডেট এবং তারিখ অবশ্যই দিয়ে দেবেন। তারপর একটি ফাইল নাম দিয়ে দেবেন। তারপরে Export to PDF অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাবেন একটি পিডিএফ ফাইল আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। যেটির মধ্যে সেই সিমের সমস্ত কল লিস্ট এবং কল ডিটেইলস সো করবে এখানে অবশ্যই দেখাবে কোনটা মিসড কল এবং কোনটা ডায়াল কল পুরো ডিটেলস আপনি দেখতে পাবেন কত তারিখে কল করা হয়েছে এবং কত মিনিট কথা বলা হয়েছে সবকিছু পরিষ্কার আপনাকে দেখানো হবে। তবে মনে রাখবেন এটি অবশ্যই তার ফোন থেকেই করতে হবে যার ফোনের কল লিস্ট এবং কল ডিটেলস আপনি দেখতে চান।

এটি নিজের ফোনে যেভাবে দেখা যায় ?

এই ডাউনলোড করা পিডিএফ ফাইলটি যেটির মধ্যে গোপন কল লিস্ট এবং কল ডিটেইলস রয়েছে সেটি আপনি চাইলে নিজের ফোনে নিয়ে নিতে পারেন তার জন্য অবশ্যই ওপরের শেয়ার আইকনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে আপনার জিমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে নিতে পারেন। তবে মনে রাখবেন এটি শুধুমাত্র এডুকেশন পারপাস এর জন্য দয়া করে কাউকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবেন না। আপনি চাইলে এটি ভালো কাজে ব্যবহার করতে পারেন যেমন আপনার ফোন থেকে যদি কখনো কোনো প্রয়োজনীয় কন্টাক্ট নাম্বার ডিলিট হয়ে যায় কিংবা যেকোনো নাম্বার ডিলেট হয়ে থাক না কেন সেটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেখতে পারেন শুধুমাত্র এই সহজ স্টেপ গুলি ফলো করতে হবে। মনে রাখবেন এটি ভালো কাজে ব্যবহার করার জন্য দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। পরে যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু কেউ দায়ী থাকবে না। 

অন্যের ফোনের গোপন কল লিস্ট এবং কল ডিটেলস দেখতে যদি কোন রকমের সমস্যা হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন যেখানে প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে। 

এই ধরনের ইনফর্মেটিভ পোস্টগুলি পেতে প্রতিনিয়ত আমাদের এই সাইটটি ভিজিট করতে পারেন।

ধন্যবাদ। 

Apps Download


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ