How to Recovery Deleted Photo Video on Your Mobile Bangla!

 

বন্ধুরা আজকের পর থেকে যদি কখনো কোন প্রয়োজনীয় ফটো কিংবা ভিডিও ফোন থেকে ভুলে বে-ভুলে ডিলিট হয়ে থাকে। সেটি মাত্র কয়েক মিনিটের মধ্যে আবার ফিরে পাবেন। অনেক সময় দেখা যায় আমরা অনেক প্রয়োজনীয় ফটো ভিডিও ভুলে-বে ভুলে ডিলেট করে ফেলি। এবং শত চেষ্টা করার পরেও সেগুলি আমরা আর ফিরে পাই না। কিন্তু আজকের পর থেকে যদি কখনো কোন প্রয়োজনীয় কিছু ডিলিট হয়ে যায় সেটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই আবার ফোনে ফিরে পাওয়া যাবে। এর জন্য অবশ্যই সহজ কিছু স্টেপ ফলো করতে হবে।

প্রথম স্টেপ-যে কাজগুলি করতে হবে!

ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিও ফোনে ফিরে ফিরে পেতে হলে সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে। আমাদের স্মার্টফোনে একটি ছোট্ট android অ্যাপস ডাউনলোড করে নিতে হবে।

অ্যাপসটি যেভাবে ডাউনলোড করবেন!

অ্যাপসটি ডাউনলোড করার জন্য সরাসরি ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন এবং সেখান থেকে খোঁজ করবেন disk deger মূলত এটি অ্যাপস এর নাম অবশ্যই প্লে স্টোরের মধ্যে এটি লিখে খোঁজ করতে হবে। তারপর দেখবেন এই অ্যাপসটি আপনার সামনেই শো করবে সেখান থেকেই খুব সহজে আপনার স্মার্টফোনে অ্যাপসটি ইন্সটল করে নিতে পারেন। অথবা এই অ্যাপসটির ডাউনলোড লিংক এখানে দিয়া থাকবে এখান থেকেও খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন।

দ্বিতীয় স্টেপ-যে কাজগুলি করতে হবে!

এই অ্যাপসটি ফোনে ডাউনলোড করার পর ওপেন করবেন এবং কিছু পারমিশন চাইবে সেগুলি অবশ্যই অন করে দিতে হবে। তারপর যেটি করতে হবে Search basic photos Scan এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং একটু ওয়েট করতে হবে তার কারণ আপনার ফোন থেকে যত পুরনো ফটো ভিডিও ডিলিট হয়েছিল সব ফটো ভিডিও কিন্তু স্ক্যান হবে সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে তারপর দেখবেন ধীরে ধীরে সমস্ত ডিলিট ফটো ভিডিও আপনার সামনে আবার শো করবে সেগুলি আবার পুনরায় আপনার মোবাইল ফোনে রিস্টোর করতে পারেন। 

তৃতীয় স্টেপ-যে কাজগুলি করতে হবে!

এখন এই সমস্ত ফটো ভিডিওগুলি পুনরায় ফোনে ফিরে আনতে যেটি করতে হবে প্রতিটা ফটো ভিডিওর এক সাইডে একটি করে খালি বক্স দেখা যাবে সেই বক্সে একটি করে টিক মার্ক করতে হবে এবং যতগুলি ফটো ভিডিওর প্রয়োজন ঠিক ততগুলি ফটো ভিডিওতে টিক মার্ক করতে হবে। তারপর যেটি করতে হবে Recovery বাটনে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন Save File এখানে ক্লিক করতে হবে। তারপর দেখবেন এই সমস্ত ফটো ভিডিও পুনরায় আপনার ফোনে আবার চলে আসবে।

ডিলিট হয়ে যাওয়া যেকোনো ফটো কিংবা ভিডিও মোবাইল ফোনে পুনরায় ফিরে পাওয়ার এটি একটি অসাধারণ পদ্ধতি অবশ্যই এটি প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখবেন।

এই ধরনের ইনফরমেটিভ পোস্টগুলি আরো পেতে অবশ্যই আমাদের এই সাইটটি প্রতিনিয়ত ভিজিট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন।

ধন্যবাদ। 

Apps Download

Apps Download


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ