Mobile Slow Hanking Problem Solve All Android Phone !! Bangla

 

মোবাইল ফোন কেন হ্যাং করে এবং কেন স্লো কাজ করে।

এখন বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের হাতে রয়েছে একটি করে স্মার্টফোন। কিন্তু সেই স্মার্টফোনটি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না। কখনো কখনো ফোনটি স্লো কাজ করে কিংবা কখনো ফোনটি হ্যাং করে ফ্যলে। আর তাতেই আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই। আসলে আমাদের স্মার্টফোনটি হ্যাং বা স্লো হওয়ার মূল কারণ টি বুঝতে পারিনা।


আজকের আমরা জেনে নেবো ফোন কেন স্লো বা হ্যাং করে। তবে এর জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে।


প্রথমে বুঝতে হবে আমাদের স্মার্টফোনটি কেন স্লো কাজ করে। এবং তারপর বুঝতে হবে। আমাদের স্মার্টফোনটি কেন হ্যাং করে। এই দুইটা বিষয় যদি আমরা বুঝতে পারি। অবশ্যই এই সমস্যার সমাধান করা যাবে।

ফোন কেন স্লো কাজ করে? একটি স্মার্টফোনে যখন অতিরিক্ত গেম খেলা হয় কিংবা অনেক ধরনের অ্যাপস ইনস্টল করা হয়। তখন স্মার্টফোনটির processor এর মধ্যে কিছু সমস্যা দেখা দেয় ফলে ফোনটি তখন স্লো কাজ করে। এখন বুঝতে হবে আমাদের স্মার্টফোনে আমরা কোন কোন অ্যাপস রাখতে পারব এবং কত পরিমান গেমিং করতে পারব। এটি সম্পূর্ণ নির্ভর করে স্মার্টফোনের RAM এবং ফোনের processor এর ওপর।


এখন আমরা জেনে নেব। আমাদের স্মার্টফোনটি কেন হ্যাং করে।

মূলত দুইটা কারণে স্মার্টফোন হ্যাং করে। একটি হলো ফোনে অত্যান্ত ইন্টারনেট ব্যবহার করার কারণে। ফোনের RAM এবং processor এর মধ্যে বেশি ব্যাড ইফেক্ট পড়ে ফলে। আমাদের স্মার্টফোনটি তখনই হ্যাং করে ফেলে। এটি একটি কারণ হতে পারে। আরও একটি কারণ। মোবাইল ফোনে। আমরা অনেকেই বিভিন্ন প্রকারের অ্যাপস ইন্সটল করে থাকি। এবং সেই অ্যাপস গুলি ব্যবহার করে থাকি। কিন্তু কখনও আমরা সেই অ্যাপস গুলির ব্যাকগ্রাউন্ড ডাটা ক্লিয়ার করি না। সেই ব্যাকগ্রাউন্ড ডাটা অত্যন্ত বেশি হওয়ার কারণে। ফোনের RAM এবং processor দুইটা খুবই অচল হয়ে পড়ে। ফলে তখনই আমাদের স্মার্ট ফোনটি হ্যাং করে ফেলে। শুধু তাই নয় আমাদের স্মার্টফোনটি মাঝে মাঝে গরম ও হতে থাকে। আমরা অনেকেই এটি বুঝতে পারিনা। তাই এই বিষয়ে কোনো সমাধান খুঁজে পাইনা।


একটি স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে। অবশ্যই এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আমরা আজ থেকে। ফোনে কোন আজেবাজে অ্যাপস ইন্সটল করব না। এবং স্মার্টফোনে গেমিং করার সময়। অবশ্যই লক্ষ্য রাখতে হবে। গেমের সাইজ। এবং ফোনের RAM এই বিষয়গুলি লক্ষ রাখলে। গ্যারান্টি আপনার হাতে থাকা স্মার্টফোনটি কখনো বা হ্যাংক করবে না। ফোনের ব্যাটারি ব্যাকআপ ও খুবই ভালো থাকবে।


অবশ্যই এই বিষয়গুলি লক্ষ্য রেখে। স্মার্ট ফোন ব্যবহার করতে পারেন। কখনো স্মার্ট ফোনটি হ্যাং বা স্লো কাজ করবে না।


স্মার্টফোনের বিষয় এই ধরনের ইনফরমেটিক্স তথ্য। নিয়মিত পাওয়ার জন্য। প্রতিনিয়ত সাইটটি ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ