Unlimited free Mobile Recharge for pocket Money Apps || best mobile recharge App for Android Bangla

 

আমাদের মোবাইল ফোনে আমরা প্রতি মাসে কিংবা প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট রিচার্জ প্যাক ব্যবহার করে থাকি। এবং তার জন্য আমাদেরকে টাকা দিয়ে ফোনে রিচার্জ করে নিতে হয়। কিন্তু আজকের আমরা জেনে নিব যে কিভাবে ফ্রিতে মোবাইল রিচার্জ করা যায়। বিষয়টি শুনতে একটু অবাক লাগলেও এটা 100% সঠিক। আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন মোবাইলে রিচার্জ নিতে পারি। এর জন্য কোন টাকা দেওয়া লাগবে না কিংবা কোন দোকানে গিয়ে রিচার্জ করতে হবে না। আমাদের হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে আমরা প্রতিদিনই ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারব। এছাড়া আমরা চাইলে প্রিয়জনের ফোনেও রিচার্জ করে দিতে পারব। তার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে।


প্রতিদিন ফ্রিতে মোবাইল রিচার্জ নেওয়ার জন্য সর্বপ্রথম মোবাইল ফোনে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করে নিতে হবে। যেটি খুবই ছোট্ট একটি অ্যাপস। তাই সরাসরি ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন এবং তারপর সার্চ করবেন pocket money এটি লিখে সার্চ করবেন দেখবেন অ্যাপসটি সামনেই শো করবে সেখান থেকে খুব সহজেই ইনস্টল করে নিতে পারেন। এছাড়া pocket money অ্যাপসটির ডাউনলোড লিংক এখানে দেয়া থাকবে একটু খুঁজে নেবেন।


তারপর অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করবেন। ওপেন করার পর কিছু পারমিশন চাইবে। সবগুলা পার্মিশন অন করে দেবেন। তারপর দেখবেন অ্যাপসটির মেন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবং সেখান থেকে দেখতে পাবেন। বেশকিছু অফার শো করবে। মূলত সেই অফার গুলো কমপ্লিট করতে হবে। কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস সামনে শো করবে। সেই অ্যাপসগুলি ইন্সটল করার বিনিময় আপনাকে টাকা দেয়া হবে। যেটির বিনিময় আপনি ফ্রিতে মোবাইল রিচার্জ করতে পারেন এবং চাইলে অপরকেও করে দিতে পারেন। অ্যাপস ইনস্টল করার বিনিময় যে টাকা কি দেয়া যাবে সেটি ওপরে Wallet এ শো করবে।


ইনকাম করা টাকায় মোবাইল রিচার্জ নেওয়ার জন্য। অ্যাপসের তিন লাইনে ক্লিক করতে হবে। এবং সেখান থেকে রিচার্জ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর মোবাইল নাম্বার এবং অপারেটর সিলেক্ট করে খুব সহজে রিচার্জ দিতে পারেন। খুবই অসাধারণ  ব্যাপার pocket money app ব্যবহার করে এবং কিছু অ্যাপস ইন্সটল করে প্রতিদিন ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারেন।


এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই যে অ্যাপস গুলি ইন্সটল করার বিনিময় আমাদেরকে টাকা দেয়া হচ্ছে। সেই অ্যাপসগুলি কি ফোনে রাখবো না ডিলিট করে দেবো। তবে এর উত্তর খুবই সহজ। অ্যাপস ইন্সটল করার পর। Wallet এ ব্যালেন্স এড হয়ে যাবে। তারপর ইনস্টল করা অ্যাপস গুলি ডিলিট করে দিতে পারেন। এবং সেই অ্যাপস আবার ইন্সটল করতে পারেন আবারো টাকা দেয়া হবে। খুবই একটি অসাধারণ ফ্রি মোবাইল রিচার্জ অ্যাপ এটি বহুদিন যাবত ফ্রি মোবাইল রিচার্জ দিয়ে আসছে এবং আগামীতেও দেবে।

App Download


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ