Mobile Slow hanging problem Solve Bangla trips

 Mobile Slow hanging problem Solve Bangla


এখন থেকে মোবাইল ফোন আর কখনো Slow বা hang করবে না, খুবই গুরুত্বপূর্ণ দুটি সেটিংস?


বিস্তারিত জেনে নিন?


প্রথমে বুঝতে হবে আমাদের মোবাইল ফোন কেন Slow কাজ করে, এবং কেন hang করে, এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি, আমাদের ফোন কখনো slow বা Hang করবে না।


কেন মোবাইল ফোন hang Slow হয়?


আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা প্রতিদিন মোবাইল ফোনে গেম প্লে করি, কিংবা আরো অনেকেই রয়েছেন, যারা প্রতিদিন গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন প্রকারের অ্যাপস মোবাইল ফোনে ইন্সটল করে থাকে, এই ধরনের অ্যাপস কিংবা গেম যেগুলো আমাদের মোবাইল ফোনে ইনস্টল করি কিংবা ব্যবহার করি, এর পিছনে কিন্তু ইন্টারনেট backup দিতে থাকে, এছাড়া ফোনের ব্যাটারি ও কিন্তু backup দিতে থাকে, ফলে আমাদের মোবাইল ফোন ধীরে ধীরে slow হতে থাকে, এবং কখনো কখনো hang করে বসে,, তাই আমাদেরকে এই বিষয়গুলোতে একটু হলেও সচেতন থাকতে হবে।


যখন আমরা কোনো নতুন অ্যাপস মোবাইল ফোনে ইন্সটল করব, সেই অ্যাপসটির সাইজ আমরা দেখে নেবো এবং প্রতিনিয়ত অ্যাপসটির ব্যাকগ্রাউন্ড ডাটা ক্লিয়ার করে দেবো, সেটি হতে পারে কোন গেমিং এপ্স কিংবা যে কোন এন্ড্রয়েড অ্যাপস, আমরা যদি প্রতিনিয়ত অ্যাপস গুলির ব্যাকগ্রাউন্ড ডাটা ক্লিয়ার করে দি,, আমাদের মোবাইল ফোন কখনো Slow বা hang করবে না,, অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয়টি নোট করবেন।


আরো কিছু গুরুত্বপূর্ণ সেটিংস?


আরো একটি ছোট্ট সেটিং করে নিতে হবে, এর জন্য সরাসরি ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন, এবং সেখান থেকে বামদিকের থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর সেটিংস এ ক্লিক করবেন, করার পর দেখতে পাবেন auto update apps  সেখানে ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন, আপনার করা থাকবে auto update apps সেখান থেকে আপনি Don't auto update apps এটি সিলেক্ট করবেন এবং তারপর Save বাটনে ক্লিক করে দেবেন, এটি করার পর ফোনের কোন অ্যাপস আর অটোমেটিক আপডেট নেবে না, ফলে আমাদের মোবাইল ফোন, কোন রকমের slow বা hang করবে না।


আরো একটি কাজ করতে হবে, আপনি যদি প্রতিদিন মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তবে, মোবাইল ফোনটি প্রতিদিন একবার হলেও Restart করে নেবেন,, এই ছোটখাটো বিষয় গুলি যদি আমরা মেনে চলি, গ্যারান্টি আমাদের মোবাইল ফোন কখনো Slow বা hang করবে না, অবশ্যই আমাদেরকে এই নিয়ম গুলি পালন করতে হবে। 


ধন্যবাদ সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ