Best Free Calling Apps for Android 2021 Bangla Tutorial



এখন থেকে বিশ্বের যে কোন দেশে ফ্রী তে কল করা যাবে, আরো একটি মজার ব্যাপার হলো, যার মোবাইল ফোনে কল দেবেন, তার ফোনে আপনার নাম্বারটি শো করবে না, আপনার নাম্বারে পরিবর্তে, অন্য একটি ভিন্ন কোয়ালিটির নাম্বার শো করবে, জেটি সে দেখে অবাক হতে বাধ্য হবে, এবং পরে যদি জানতে পারে, যে কলটি আপনি করেছিলেন, অবশ্যই আপনার কাছ থেকেই জানতে বাধ্য হবে, জে ভাই আপনি কি সিম কার্ড ব্যবহার করছেন, খুবই একটি মজার ব্যাপার।

নিজের নাম্বার গোপন রেখে যেভাবে কল করা যায়?

নাম্বার গোপন রেখে, সবাইকে কল দেয়ার জন্য, সহজ কিছু স্টেপ ফলো করতে হবে, সর্বপ্রথম মোবাইল ফোনে, একটি ছোট্ট Android app ইনস্টল করে নিতে হবে, App টি ইনস্টল করার জন্য, সরাসরি মোবাইল ফোনের প্লেস্টোর ওপেন করে নেবেন, এবং সার্চ করবেন, Free Call Pro এটি লিখে সার্চ করবেন, তারপর দেখতে পাবেন, app টি সামনে শো করবে, ওখান থেকে সেখান থেকে ইনস্টল করে নেবেন, এছাড়া App টির ডাউনলোড লিংক, এখানে দেয়া থাকবে, দয়া করে একটু খুঁজে নেবে, এবং সেই লিঙ্কে ক্লিক করে,app টি মোবাইল ফোনে ইনস্টল করে নিতে পারেন।

এই Apps টি যেভাবে ব্যবহার করবেন?

তারপরে অ্যাপসটি, মোবাইল ফোনে ওপেন করবেন, ওপেন করার পরে, Accept বাটনে ক্লিক করে দেবেন, তারপরে Generate permission এ ক্লিক করে দেবেন, তারপরে দেখবেন, App টির মেন এন্টারপ্রাইজ, ওপেন হয়ে যাবে, এবং 510 Credit সম্পূর্ণ ফ্রি-তে দেওয়া হবে, যে Credit এর বিনিময়ে, নিজের নাম্বার গোপন রেখে ফ্রি তে যে কোন দেশে কল করতে পারেন, আর এই ফ্রী Credit টি যখন শেষ হয়ে যাবে, তখন এখান থেকে আবার আপনাকে Credit Earning করতে হবে, এটি খুবই সহজ একটি ব্যাপার। 

Credit Earning করার জন্য, একটি বড় সাইজের স্পিন দেখতে পাবে, সেই স্পিনের উপরে ট্যাপ করলেই, কিছু Credit ফ্রীতে দেওয়া হবে, সেম এমন ভাবে, আনলিমিটেড স্পিন করতে পারেন, এবং ফ্রিতে অনেক Credit Earning করতে পারেন।

কিভাবে কল করবো?

কল করার জন্য, Recent বাটনে ক্লিক করবেন, এবং সেখান থেকে সর্বপ্রথম, select country এই বাটনে ক্লিক করে, সর্বপ্রথম দেশটি সিলেক্ট করে নেবেন, তারপর যেকোন নাম্বার ডায়াল করতে পারেন, এবং কল দিতে পারেন, যার ফোনে কল দেবেন, তার ফোনে আপনার নাম্বারটি শো করবে না, অবশ্যই এটি খেয়াল রাখবেন।


ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ