How to Enable Facebook In Istrim Ads Bangla | ফেসবুক প্রোফাইল in Istrim Ads চালু করুন

 

বন্ধুরা আজকের আমরা শিখব যে কিভাবে ফেসবুক In Istrim Ads চালু করা যায় এবং সেখান থেকে মোটা অংকের অর্থ আয় করা যায়। তার আগে আমরা জানবো এই ফেসবুক In Istrim Ads অপশনটি চালু করার জন্য অবশ্যই কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। সেটি আমরা বিস্তারিত জেনে নেব এখান থেকে। 

সর্ব প্রথম আমরা জেনে নেব একটি ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে In Istrim Ads চালু করতে হলে কোন কোন নিয়মগুলি ফলো করতে হবে। 

একটি ফেসবুক পেজ কিংবা প্রোফাইল monetize করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি নির্দিষ্ট ক্যাটাগির সিলেক্ট করতে হবে এবং সেই এবং সেই ক্যাটাগরি অনুযায়ী পেজটির কিংবা প্রোফাইলটির মধ্যে রেগুলার নিত্য নতুন নতুন কনটেন্ট আপলোড দিতে হবে আপলোড করা প্রতিটা ভিডিও সম্পূর্ণ নিজের হতে হবে কোনরকম ভাবে কপিরাইটেট না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর আপলোড করা ভিডিওর সাইজ তিন মিনিটের উপরে হতে হবে। 
অবশ্যই মনে রাখবেন ফেসবুক প্রোফাইল কিংবা পেজ দ্রুত গ্রো করার জন্য রেগুলার কন্টেন্ট আপলোড দিতে হবে সেক্ষেত্রে একটু মেহনত করা লাগবে।

আরো কিছু নিয়ম ফলো করতে হবে। 

একটি ফেসবুক পেজ কিংবা প্রোফাইল ইনকামের যোগ্য করে তোলার জন্য বা In Istrim Ads অপশনটি চালু করার জন্য অবশ্যই আপনার পেজ কিংবা প্রোফাইলে ৫০০০ ফলোয়ার্স এবং ৬০০০০০ মিনিট ওয়াচ টাইম থাকা লাগবে তারপর যেকোনো পেজ কিংবা প্রোফাইলে in Istrim Ads চালু করার অপশনটি পেয়ে যাবেন। 
সে ক্ষেত্রে অবশ্যই নিজস্ব কন্টেন্ট আপলোড দিতে হবে এবং ফেসবুকের এই গুরুত্বপূর্ণ নিয়ম গুলি সঠিকভাবে পালন করতে হবে। 

যেভাবে in Istrim Ads চালু করবেন। 

In Istrim Ads চালু করার জন্য facebook অ্যাপসটি লগইন করে নেবেন তারপর নিজের প্রোফাইল কিংবা পেজের মধ্যে ভিজিট করবেন এবং সেখান থেকে দেখতে পাবেন professional dashboard এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এর পর monitorisation দেখা যাবে ওখানে ক্লিক করবেন তারপর in Istrim Ads অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। অবশ্যই আপনার গভার্নমেন্ট দ্বারা যেকোনো একটি আইডি কার্ড সাথে রাখতে হবে এবং সেখানে যা কিছু চাইবে সঠিকভাবে সবকিছু ফিলাপ করতে হবে অবশ্যই ব্যাংক ডিটেইলস সাথে রাখতে হবে। মনে রাখবেন এই স্টেপগুলি সঠিকভাবে ফিলাপ করতে হবে। 
তারপর দেখবেন ফেসবুক টিম আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজের মধ্যে in Istrim Ads অপশনটি চালু করে দেবে এবং সেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন। এবং আপনার উপার্জন করা অর্থ প্রতি ইংরেজি মাসের 24 তারিখে আপনার সেটাপ করা ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেবে। সেটি অবশ্যই আপনাকে নোটিফিকেশন করে জানানো হবে এবং খুব সহজে আপনি বুঝতেও পারবেন। 
তবে ফেসবুক থেকে উপার্জন করা অর্থ ব্যাংক একাউন্টে নেওয়ার জন্য কাঙ্ক্ষিত ব্যাংকের swift code লাগবে এটি সংগ্রহ করার জন্য আপনার কাঙ্খিত ব্রাঞ্চ ভিজিট করতে পারেন কিংবা ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারেন। 
তবে মনে রাখবেন ফেসবুক কর্তৃপক্ষ তাদের কে গুরুত্ব দেয় যারা অরজিনাল এবং নিজস্ব কন্টেন্ট আপলোড দিয়ে থাকে।

ফেসবুক থেকে অর্থ উপার্জন করার সঠিক নিয়ম শিখতে আমাদের এই সাইটটি প্রতিদিন ভিজিট করুন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। চ্যানেল নাম Tech Modhu
ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ