Delete Photo Recovery Apps 2022 | Photo Recovery Trips Bangla

 

আমরা অনেক সময় অনেক প্রয়োজনীয় ফটো কিংবা ভিডিও আমাদের ফোন থেকে ডিলিট করে থাকি। তার পরে হয়তো কোন এক সময় প্রয়োজন পরে সেই সমস্ত ফটো কিংবা ভিডিওর আর সেগুলি শত চেষ্টা করার পরেও আমরা কখনো ফিরে পাই না। তবে আজকের আমরা শিখব যে কিভাবে ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া পুরানো ফটো কিংবা ভিডিও রিকভারি করা যায় অর্থাৎ মোবাইল ফোনে ফিরে আনা যায়। 

ডিলিট হয়ে যাওয়া পুরনো ফটো কিংবা ভিডিও ফিরে পাওয়ার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে। 

সর্বপ্রথম আমাদের মোবাইল ফোনে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন। মূলত এই অ্যাপসটির মাধ্যমে আমরা ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও ফিরে পাবো। 

অ্যাপসটি যেভাবে ব্যবহার করবেন?

অ্যাপসটি ডাউনলোড কিংবা ইনস্টল করার পর ওপেন করবেন।  অ্যাপসটি ওপেন করার পর দুইটা অপশন দেখা যাবে সেখান থেকে Scen Photo এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর কিছু  পার্মিশন চাইবে সব গুলো পার্মিশন অন করে দেবেন। তারপর দেখবেন আপনার ফোন থেকে যত পুরনো ফটো ভিডিও ডিলিট হয়ে গেছিল সবগুলো স্ক্যান করবে অর্থাৎ খুঁজে বের করবে এবং সেগুলি আপনার সামনে আবার শো করবে। 

এখনি এই ফটোগুলি আপনার ফোন গ্যালারিতে সেভ করতে হবে তার জন্য এক একটা ফটোর উপর লং প্রেস করবেন অর্থাৎ টিকমার্ক করবেন। এটি করার পর একটি ছোট্ট অ্যারো আইকন দেখতে পাবেন সেই আইকনটিতে ক্লিক করে যাবেন। তারপর দেখবেন মার্ক করা ফটোগুলি আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। 

এমন ভাবে ডিলিট হয়ে যাওয়া যেকোন ফটো কিংবা ভিডিও ফিরে পেতে পারেন এই অ্যাপসটির মাধ্যমে। অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই নিচের ডাউনলোড বাটনে ক্লিক করবেন। 

ধন্যবাদ। 

                             


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ