How to Set Video Ringtone for All Android Mobile | Set Video Ringtone Bangla

 

আমরা প্রত্যেকেই আমাদের মোবাইল ফোনে বিভিন্ন প্রকারের রিংটোন সেট করে রাখি। কেউ মিউজিক কিংবা কেউ অডিও গান সেট করে রাখি। কিন্তু আজকের পর থেকে আমরা চাইলে ফোনে থাকা যেকোনো ভিডিও রিংটোন হিসাবে সেট করে রাখতে পারি। যেটি দেখতে অনেকটাই অসাধারণ লাগবে। ফোনে যখন কোন কল আসবে পাশে বন্ধুবান্ধব থাকলে 100% আপনার কাছ থেকে জানতে বাধ্য হবে যে ভাই এই রিংটোন কিভাবে সেট করেছেন। 

ফোনে ভিডিও রিংটোন সেট করার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে। 

সর্বপ্রথম আমাদের মোবাইল ফোনে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে হবে। তার জন্য সরাসরি ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন এবং সেখান থেকে সার্চ করবেন Love Video Ringtone for incoming call এটি লিখে সার্চ করলেই অ্যাপসটি সামনে শো করবে। কিংবা এই অ্যাপসটির ডাউনলোড লিংক এখানে দেওয়া থাকবে একটু খুঁজে দেবেন এবং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই অ্যাপসটি ফোনে ডাউনলোড করে নিতে পারেন। 

তারপরে অ্যাপসটি ফোনের ওপেন করবে। ওপেন করার পর কিছু পার্মিশন চাইবে সবগুলো পার্মিশন অন করে দেবেন। তারপর দেখতে পাবেন বেশ কিছু অপশন সেখান থেকে Select Video এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে পছন্দের ভিডিও সিলেক্ট করে নেবেন। তারপর Apply বাটনে ক্লিক করে দেবেন দেখবেন ভিডিওটি আপনার ফোনে সেট হয়ে যাবে। যখন কেউ কল করবে ওই ভিডিওটি ফোনের কলার স্ক্রিনে দেখা যাবে যেটি দেখতে খুবই অসাধারণ লাগবে। 

এই ধরনের ইনফরমেটিভ পোস্টগুলি পেতে সাইটটি প্রতিনিয়ত ভিজিট করতে পারেন। 

ধন্যবাদ। 

App Download

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ