Phone Id Faker Apps For Android | Caller ID Changer trips Bangla

 

আমরা যখন কাউকে কল করে থাকি তখন আমাদের মোবাইল নাম্বার টি তাদের মোবাইল ফোনে শো করে থাকে। কিন্তু আজকের পর থেকে আমরা যাকে কল দেবো তার মোবাইল ফোনে আমাদের নাম্বার টি কোন রকম ভাবে শো করবে না। আমরা চাইলে যেকোনো নাম্বার তার ফোনে শো করাতে পারবো। উদাহরণস্বরূপ আপনার যদি দুইটা বন্ধু থাকে। আর আপনি এক বন্ধুকে কল দেবেন তার মোবাইল ফোনে আরেক বন্ধুর নাম্বার শো করবে। যেটি সে বুঝতেও পারবে না যে কল টি আপনি করেছেন। এই ভাবে যেকোন বন্ধু-বান্ধবের সাথে মজা করা যাবে। তবে মনে রাখবেন এটি শুধুমাত্র মজা করার জন্য। কাউকে কোন রকম ভাবে কোন ক্ষতি বা ব্ল্যাকমেল করবেন না। এই কাজটি করার জন্য কিংবা শেখার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে। 

সর্বপ্রথম আমাদের মোবাইল ফোনে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তার জন্য সরাসরি ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন। এবং সার্চ বারে লিখবেন Phone id faker এটি লিখে সার্চ করার পর অ্যাপসটি সামনেই শো করবে সেখান থেকে ইন্সটল করে নিতে পারেন। অথবা অ্যাপসটির ডাউনলোড লিংক এখানে দেয়া থাকবে একটু খুঁজে নেবে এবং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। 

তারপরে অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করবেন। এবং অ্যাপটি ওপেন করার পর কিছু পার্মিশন চাইবে সবগুলো পার্মিশন অন করে দেবেন। তারপর দেখবেন অ্যাপসটির মেন এন্টারপ্রাইজ সামনে শো করবে। সেখান থেকে দেখতে পাবেন। Caller Id সেই কলার আইডি তে আপনি যে নাম্বারটি দেবেন সেই নাম্বারটি আপনার বন্ধুর ফোনে শো করবে। সুতরাং এখানে আপনি আপনার মত করে নাম্বার দিতে পারেন। মনে রাখবেন যাকে কল দেবেন তার মোবাইল ফোনে সেই নাম্বারটি শো করবে। তারপর দেখতে পাবেন Call To Number এখানে অবশ্যই সেই নাম্বারটি দিতে হবে যে নাম্বরে আপনি কল দিতে চান।

তারপর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন কলিং বাটান সেই কলিং বাটনে ক্লিক করে দিলেই কিন্তু কল চলে যাবে। 

তবে আবারও বলছি এটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। দয়া করে কাউকে অযথা ব্ল্যাকমেল করবেন না। 

ধন্যবাদ।

Apps Download

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ