How to Listen Other Phone Call on your Mobile || Best Call Forwarding Apps Bangla!

 

যখন একজন আরেকজনের সাথে ফোনে কথা বলে। তখন অন্য কেউ বুঝতে পারে না। যে তাদের মধ্যে ঠিক কি কথাবার্তা চলছে। ঠিক তেমনি আমাদের প্রিয় মানুষ যেমন প্রেমিকা কিংবা স্ত্রী এরা কার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে সেটি আমরা কখনো বুঝতে পারি না। তবে আজকের আমরা জেনে নেব। যে কিভাবে অন্যের ফোনের সব গোপন কল নিজের ফোনে শোনা যায় কিংবা নিয়ে আসা যায়। অন্যের কল নিজের ফোনে নিয়ে এসে শোনার জন্য আমাদেরকে সহজ কিছু স্টেপ ফলো করতে হবে।

সর্বপ্রথম আমাদের মোবাইল ফোনে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপস টি ডাউনলোড করার জন্য সরাসরি ফোনে প্লে স্টোর ওপেন করে নেবেন। এবং সেখান থেকে সার্চ করবেন। Call forwarding এটি লিখে সার্চ করলে অ্যাপসটি সামনেই শো করবে। সেখান থেকে খুব সহজেই অ্যাপসটি ইন্সটল করে নিতে পারেন। 

আপনাদের সুবিধার জন্য। অ্যাপসটির ডাউনলোড লিংক এখানে দেওয়া থাকবে। একটু খুঁজে নেবে এবং সেই লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন।

তারপর অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করে দেবেন। অ্যাপটি ওপেন করার পর। কিছু পার্মিশন চাইবে সবগুলো পারমিশন অন করে দেবেন।

তারপর দেখবেন অ্যাপসটির মেন পেজ সামনে শো করবে। এবং সেখান থেকে দেখতে পাবেন নাম্বার এন্টার করার একটি বক্স। সেখানে অবশ্যই আপনার নাম্বারটি দিতে হবে। যে নাম্বারে আপনি এই ফোনের কলগুলো শুনতে চান। অবশ্যই মনে রাখবেন এই কাজটি কিন্তু তার ফোন থেকেই করতে হবে। যার ফোনের গোপন কল আপনি নিজের ফোনে শুনতে চান।

সেখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করার পর Active বাটনে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন। কল ফরওয়ার্ডিং সুবিধাটি তার ফোনে চালু হয়ে যাবে। এবং সেখানেই আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে সব কল গুলি যেতে থাকবে। আপনি সেগুলি রিসিভ করতে পারেন এবং কথা বলতে পারেন। স্যার জানতে পারেন সেই ব্যক্তিটি সারাক্ষণ কার সাথে ফোনে কথা বলে। খুবই একটি অসাধারণ ব্যাপার। 

এই সার্ভিসটি আবার বন্ধ করার জন্য। Deactivate বাটনে ক্লিক করে দেবেন। এটি আবার বন্ধ হয়ে যাবে। খুবই একটি অসাধারণ ব্যাপার এমন ভাবে আপনি যে কোন ব্যক্তির ফোন কল। ফরওয়ার্ড করে নিজের ফোনে শুনতে পারেন। এবং প্রমানসহ তাকে ধরতেও পারেন। 

তবে মনে রাখবেন। কাউকে অযথা ব্ল্যাকমেল করবেন না।

Apps Download



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ