Best Incoming call locker for Android !! incoming call secure | Bangla

 

অনেক সময় আমরা আমাদের মোবাইল কোনটি ভুলে বে ভুলে বাড়িতে রেখে চলে যাবে। ঠিক সেই সময় আমাদের মোবাইল ফোনে অনেক প্রয়োজনীয় কল এসে থাকে। আর সেই কলগুলি বাড়ির লোক রিসিভ করে থাকে। এতে আমাদের অনেকটাই প্রবলেম ফেস করতে হয়। তাই আজকের আমরা জেনে নেব। ফোনে আসা ইনকামিং কল গুলি যেভাবে লক করে রাখা যায়। যেটি আপনি ছাড়া অন্য কেউ রিসিভ করতে পারবে না। আমাদের ফোনে যখন কোন ইনকামিং কল আসবে। তখন ফোনের স্ক্রিনে লক দেখা যাবে। যেটি আমরা ছাড়া অন্য কেউ রিসিভ করতে পারবে না।

ফোনে আসা প্রতিটা ইনকামিং কল লক করে রাখার জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে।

সর্বপ্রথম আমাদের মোবাইল ফোনে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তার জন্য সরাসরি ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন। এবং সার্চ করবেন Incoming call locker Apps এটি লিখে সার্চ করবেন। দেখবেন অ্যাপসটি সামনেই শো করবে। সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। অতএব এই অ্যাপসটির ডাউনলোড লিংক এখানে দেয়া থাকবে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।

তারপর অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করবেন। এবং অ্যাপটি ওপেন করার পর কিছু পার্মিশন চাইবে সবগুলো পারমিশন Allow করে দেবেন। তারপর দেখবেন অ্যাপসটির মেন পেজ আপনার সামনে শো করবে। এবং সেখান থেকে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। প্রথম অপশনটিতে ক্লিক করে। সব জায়গায় Allow করে দিতে হবে। তারপর দ্বিতীয় অপশনে ক্লিক করে লক টাইপ সেট করতে হবে। এখানে দেখানো হবে। Pin / Pattern এবং Pasword এই তিনটির মধ্যে যেকোনো একটি সিলেক্ট করে নিতে হবে। এবং তারপর তৃতীয় অপশনে ক্লিক করে। লক সেট করে নিতে হবে। যেটি কল আসার পর আপনি ছাড়া অন্য কেউ আনলক করতে পারবে না। এবং সেই কলটি রিসিভ করতে পারবে না। তারপর চতুর্থ অপশনে এটি খালি বক্স দেখা যাবে। সেই খালি বক্সে একটি টিক মার্ক করে দিতে হবে। এটি করার পরে কাজ কমপ্লিট এখন অ্যাপসটি থেকে বের হয়ে আসবেন।

তারপর দেখবেন। মোবাইল ফোনে যখন কোন ইনকামিং কল আসবে তখন ফোনের স্ক্রিনে লক দেখা যাবে। যেটি আপনি ছাড়া অন্য কেউ জানবে না। এবং আপনার ফোনে আসা কোন গোপন কল আপনি ছাড়া অন্য কেউ রিসিভ করতে পারবে না। এটি একটি অসাধারণ ব্যাপার।

এই ধরনের ইনফরমেটিভ পোস্টগুলি নিয়মিত পেতে প্রতিনিয়ত এই সাইটটি ভিজিট করতে পারেন। 

ধন্যবাদ।

App Download

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ