Internet Speed Setting | in All Android Mobile | Bangla

 

ফোনের ইন্টারনেট কেন স্লো হয়। এই প্রশ্নটিই কিন্তু বর্তমান সময়ে একজন আরেকজনকে করে থাকে। অনেকেই বলে থাকে এটি হয়তো নেটওয়ার্কের কোন সমস্যা হতে পারে। আবার অনেকেই বলে থাকে। ওয়েদার এর কারণে। ফোনের ইন্টারনেট খুবই স্লো কাজ করে। আসলে এসব কিছুই নয়। যখন একটি নতুন স্মার্টফোন আমরা মার্কেট থেকে নিয়ে বাড়িতে আছি। সেই স্মার্টফোনটির মধ্যে। কিছু গুরুত্বপূর্ণ সেটিংস করে নিতে হয়। আর আমরা অধিকাংশ মানুষ এগুলি করিনা। ফলে আমাদের মোবাইল ফোনের ইন্টারনেট খুব স্লো কাজ করে। আজকের আমরা মোবাইল ফোনের একটি গুরুত্বপূর্ণ সেটিংসের বিষয় জানব। আর এই সেটিংস টি জানার পর। গ্যারান্টি কখনোই আপনার ফোনের ইন্টারনেট স্লো হবে না। ফোনের ইন্টারনেট আগের থেকে। খুবই দ্রুত ফাস্ট করে নিতে পারেন।

যেভাবে ফোনের ইন্টারনেট আগের থেকে দ্রুত ফাস্ট করা যায়।

বন্ধুরা আমাদের ফোনের ইন্টারনেট আগের থেকে ফাস্ট করার জন্য। আমাদের মোবাইল ফোনে একটি গুরুত্বপূর্ণ সেটিংস করে নিতে হবে। এবং এই স্টেপ গুলি অবশ্যই নোট করে নিতে হবে। সর্বপ্রথম ফোনের কল ডায়ালার ওপেন করে নেবেন। এবং তারপর একটি গোপন কোড ডায়াল করতে হবে এই কোডটি অনেকেই জানেনা ডায়েল করবেন *#*#4636#*#* এই কোডটি ডায়াল করার সাথে সাথে। আপনাকে একটি নতুন পেজে  নিয়ে যাওয়া হবে। সেখানে কিছু অপশন দেখা যাবে। সেখান থেকে দেখে নিতে হবে Phone Information এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনাকে আরও একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে দেখে নিতে হবে। Set prepared network type এই অপশনটিতে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখতে পাবেন। আপনার ফোনের জন্য। যেসব নেটওয়ার্ক available রয়েছে। সেগুলি আপনি দেখতে পাবেন। সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে। আপনার মোবাইল ফোনের জন্য ফোন নেটওয়ার্ক। খুবই ফাস্ট ইন্টার্নেট প্রোভাইড করে। এটি অবশ্যই এক এক টা চেক করে দেখে নেবেন। তারপর। নিচের দিকে চলে আসবেন। এবং সেখান থেকে দেখতে পাবেন Refresh & Update সর্বপ্রথম রিফ্রেশ বাটনে ক্লিক করে দেবেন। এবং তারপরে আপডেট বাটনে ক্লিক করে দেবেন। ব্যাস আপনার কাজ শেষ। এখন আপনি মোবাইল ফোনটি। একবার restart করে নেবেন। 

আর অনেক অনেক মোবাইল ফোনে এই গোপন কোডটি কাজ করবেনা। চাঁদের ফোনে এই কোডটি কাজ করবেনা। তারা চাইলে মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নিতে পারেন। এবং সেখান থেকে সার্চ করতে পারেন। Lte এটি লিখে সার্চ করার পর। অনেকগুলো অ্যাপস আপনার সামনে শো করবে সেখান থেকে। যেকোনো একটি অ্যাপস ইনস্টল করে নিতে পারেন। এবং সেই অ্যাপটির সাহায্যে। মোবাইল ফোনের। এই গুরুত্বপূর্ণ সেটিংস টি করে নিতে পারেন।


মোবাইল ফোনের এই গুরুত্বপূর্ণ সেটিংস টি। প্র্যাকটিক্যালি দেখার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন। এবং দেখে নিতে পারেন। ইউটিউব চ্যানেল নাম Tech Modhu 


এবং এই ধরনের ইনফরমেটিভ পোস্টগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য। আমাদের এই সাইট টিতে নিয়মিত প্রতিদিন ভিজিট করতে পারেন। 

ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ