How to earn money from YouTube || online money making trips Bangla

 

একটা সময় ছিল যখন কোন প্রকারের ইন্টারনেট সুবিধা ছিল না। কিন্তু এখন বর্তমাান সময়ে আমাদেরন প্রত্যেকের হাতে একটি করে স্মার্টফোন রয়েছে। এবং তার সাথে হাইস্পিড ইন্টারনেট কানেকশন। সেই স্মার্টফোনের সাহায্যে আমরা কিন্তু ইউটিউবে বিভিন্ন প্রকারের ভিডিও দেখে থাকি। আমরা কখনো ভাবি না যে এই ভিডিওগুলা ইউটিউব এ কেন আপলোড করা হয়। এর মূল উদ্দেশ্য্য কি? আমরা এই বিষয় নিয়ে কখনো ভাবি না। শুধু ইউটিউব এর মধ্যে অন্যের আপলোড করা ভিডিও দেখে থাকি। 


যারা ইউটিউব এর মধ্যে ভিডিও আপলোড করে। তাদেরকে বলা হয় YouTube content creator তার কারণ তারা ইউটিউবে প্রতিনিয়ত নিত্য নতুন নতুন কনটেন্ট আপলোড দিয়ে থাকে। আর এই কনটেন্ট গুলি আপলোড করার জন্য ইউটিউব নিজেই তাদেরকে সাহায্য করে। যেমন কোন একটি ভিডিও ভাইরাল করে দেওয়া কিংবা সেই চ্যানেলটি ধীরে ধীরে গ্রহ করা এইসব বিষয় ইউটিউব তাদেরকে একটু সাহায্য করে এবং বাকিটা নিজেদের করে নিতে হয়। যেমন নিত্য নতুন একটি কনটেন্ট তৈরি করা তারপর সঠিক নিয়মে ইউটিউব এর মধ্যে সেটি আপলোড দেওয়া এগুলি সম্পূর্ণ নিজেদের করে নিতে হয়। তারপর ধীরে ধীরে কোন একটি ভিডিও ভাইরাল হতে থাকে। এবং সেই ভিডিওটি আপনাকে অনেক ফলোয়ার্স নিয়ে আসতে সাহায্য করে। যখন কোন ইউটিউব চ্যানেলে 1000 ফলোয়ার্স কমপ্লিট হয় তখন ইউটিউব চ্যানেলটি ইনকাম করার যোগ্য হয়ে ওঠে।

সর্বপ্রথম ইউটিউব এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলি কমপ্লিট করা বাধ্যতামূলক তার মধ্যে একটি হলো 1000 ফলোয়ার্স। এগুলি যখনই কমপ্লিট হয়ে যাবে। তখনই আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারেন। তার জন্য ইউটিউব আপনাকে গুগল এডসেন্স আকাউন্ট তৈরি করতে বলবে অবশ্যই সেটি কমপ্লিট করতে হবে। তারপর গুগল এডসেন্সের টিম আপনার চ্যানেল টি ভিজিট করবে এবং দেখবে আপনি ইউটিউব এর পলিসি অনুযায়ী কাজ করেছেন কিনা। যদি সব ঠিক থাকে তখন আপনাকে মেল করে জানানো হবে। আপনার চ্যানেলটি মনিটাইজ করা হয়ে গেছে। এখন আপনি প্রতিটা ভিডিও তে অ্যাড শো করাতে পারেন। এবং এই অ্যাড গুলি। গুগল এডসেন্স আপনার ভিডিওতে শো করাবে বিনিময়। আপনাকে ইনকাম দিতে থাকবে।

এবং ইউটিউব থেকে আপনার ইনকাম করা টাকা। প্রতি ইংরেজি মাসের 21 তারিখ রাত্রিবেলা ইউটিউব আপনার ব্যাংক একাউন্টে সেন্ড করে। সেকি একাউন্টে ক্রেডিট হতে চার থেকে পাঁচ দিন সময় লাগবে।

সেম এইভাবে ইউটিউব থেকে প্রতিমাসে লাখ লাখ টাকা ইনকাম করছে এটি আমাদের মধ্যে অনেকেই জানিনা। অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে ইউটিউব এ কাজ করা শুরু করতে পারেন। সঠিক নিয়মে কাজ করবেন। তবে হ্যাঁ কোনো কিছু কপি করা চলবে না। যেমন অন্য কারো মিউজিক কিংবা কোন ফটো। এগুলি কোন রকমের কপি করবেন না।

এখন একটা প্রশ্নই রয়ে গেল। ইউটিউব এ কাজ করার ক্ষেত্রে ল্যাপটপ কিংবা কম্পিউটারের প্রয়োজন হবে। নাকি হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে এটি করা যাবে। অবশ্যই আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেটি দিয়ে কাজ চালু করতে পারেন। তারপর যখন ইনকাম চালু হয়ে যাবে। তখন কোন ল্যাপটপ কিংবা কম্পিউটার নিতে পারেন। 

এই ধরনের পোস্টগুলি পড়তে নিয়মিত আমাদের এই সাইটটিতে ভিজিট করতে পারেন। 
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ