Best free Calling Apps For Android || Free Phone Call Without any Number

 

বন্ধুরা আজকের আমরা শিখব যে কিভাবে ফ্রিতে কল করা যায়। বর্তমান সময়ে আমরা মোবাইল ফোনে কথা বলার জন্য নির্দিষ্ট পরিমাণে রিচার্জ করে থাকি। কিন্তু আজকের পর থেকে কখনো আর রিচার্জ করা লাগবে না। তার কারণ আমরা আগের তুলনায় অনেকটাই এডভান্স লেভেলে চলে এসেছি। এটি হল ইন্টারনেটের যুগ এবং এই যুগের মোবাইল টেকনোলজি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আজকের আমরা একটি এন্ড্রোয়েড অ্যাপস এর সাথে পরিচিত হব। যেটির সাহায্যে আমরা ফ্রিতে যেকোন দেশে কথা বলতে পারব এবং নিজের নাম্বার গোপন রেখে যে কোন বন্ধুকে কল দিতে পারব। এটি হয়তো শুনতে অনেকটাই অবাক লাগছে। কিন্তু এটি 100% সঠিক আজ আমরা একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে ফ্রি তে কথা বলা শিখব এবং সেটি নিজের নাম্বার গোপন রেখে।


এই অ্যাপসটি ইন্সটল করার জন্য সরাসরি ফোনের প্লে স্টোর ওপেন করে নিতে পারেন। এবং লিখতে পারেন Free Call এটি লিখে সার্চ করলে অ্যাপসটি সামনেই দেখা যাবে সেখান থেকে ইন্সটল করে নিতে পারেন। অথবা এই অ্যাপটির ডাউনলোড লিংক এখানে দেয়া থাকবে। এখান থেকে খুব সহজেই ইনস্টল করে নিতে পারেন। তারপরে অ্যাপসটি ফোনে ওপেন করবেন। ওপেন করার পর কিছু পারমিশন চাইবে। সবগুলা পার্মিশন অন করে দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন। আপনার ফোনে যত কন্টাক্ট নাম্বার থাকবে সব সামনেই শো করবে। যেকোনো কন্টাক্ট নাম্বারে কল দিতে পারেন কিংবা নাম্বারটা ডায়াল করে ও কল দিতে পারেন।


তবে একটা কথা অবশ্যই বলতে হচ্ছে। এই অ্যাপটির সাহায্যে ফ্রিতে কল করার জন্য। কিছু credit Earning করতে হবে। প্রথমবারের জন্য কিছু credit ফ্রীতে দেওয়া হবে এবং তারপর নিজে থেকে credit Earning করতে হবে। যেটি খুবই সহজ ব্যাপার। এর জন্য ডান দিকের Free বাটনে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাবেন Free Credit সেখানে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাবেন watch ads এখানে ক্লিক করে ছোট ছোট ভিডিও অ্যাড দেখতে হবে। এটি দেখার বিনিময়ে ফ্রিতে কিছু Credit দেওয়া হবে। এটির সাহায্যে নিজের নাম্বার গোপন রেখে ফ্রি তে কল করতে পারেন।


খুবই একটি অসাধারণ অ্যাপ্লিকেশন এটি ব্যবহার করতে পারেন। এবং এই অ্যাপ্লিকেশনটির পুরোপুরি মজা নিতে পারেন। এটি অনেকেই জানতো না তাই শেয়ার করলাম। এই ধরনের লেটেস্ট এবং ইনফরমেটিক্স তথ্যমূলক বিষয়গুলি শিখতে প্রতিনিয়ত এই সাইটটি ভিজিট করতে পারেন।  ধন্যবাদ। 


Apps Download

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ