how to increase battery life of android phones !! bangla

 


Battery backup Increase in your Android Mobile Phone !! Bangla

যখন কোন স্মার্টফোন মার্কেট থেকে কিনে বাড়িতে নিয়ে আসি, তখন দেখা যায়, ফোনের ব্যাটারি ব্যাকআপ, খুবই ভালো থাকে, তারপর ধীরে ধীরে সেই স্মার্টফোনটির, ব্যাটারি ব্যাকআপ কমতে থাকে, আর এটির মূল কারণ আমরা অনেকেই জানিনা? ফলে আমাদের স্মার্টফোনটি ধীরে ধীরে, খারাপ হতে থাকে, যেকোনো স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ, ঠিক রাখার জন্য আমাদেরকে সঠিক কিছু নিয়ম, এবং গুরুত্বপূর্ণ কিছু সেটিংস, করে নিতে হয়, যেটি আমরা অনেকেই জানিনা??

যেভাবে স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখা যায়?

আমাদের হাতে থাকা, যেকোনো স্মার্টফোনের, ব্যাটারি ব্যাকআপ, ঠিক রাখার জন্য, কিংবা কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য, কিছু গুরুত্বপূর্ণ সেটিংস ফলো করতে হবে? সর্বপ্রথম বুঝতে হবে, ফোনের ব্যাটারি ব্যাকআপ, কেনো ধীরে ধীরে কমতে থাকে? তারপর সেটিংস গুলি করতে হবে। 

স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ কেন কমতে থাকে?

আমাদের হাতে একটি স্মার্ট ফোন থাকলে, আমরা বিভিন্ন অ্যাপস ইন্সটল করি, কিংবা সারাদিন গেম খেলতে থাকি, এছাড়া অনেকেই ইন্টারনেটে ভিডিও দেখতে পছন্দ করেন, কিন্তু আমরা একবারও ভাবি না, যে সকল অ্যাপস মোবাইল ফোনে ইনস্টল করছি, কিংবা সারাদিন গেম খেলছি, এতে আমাদের স্মার্টফোনটিতে, কতটা ক্ষতি হতে পারে? এটি কিন্তু আমরা অনেকেই ভাবি না, ফলে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ, ধীরে ধীরে কমতে থাকে।
যারা স্মার্টফোনে বিভিন্ন অ্যাপস ইন্সটল করে রাখেন,  
তাদের জন্য গুরুত্বপূর্ণ্ণ্ণ কিছু  সেটিংস?

কোন অ্যাপস মোবাইল ফোনে ইন্সটল করে রাখলে, সেই অ্যাপটির ব্যাকগ্রাউন্ডে, ফোনের ব্যাটারির রানিং করে এবং ব্যাকআপ দিতে থাকে, ফলে আমাদের স্মার্টফোনের, চার্জ দ্রুত শেষ হয়ে যায়, ফলে আমাদের স্মার্টফোনের, ব্যাটারি ব্যাকআপ ধীরে ধীরে কমতে থাকে, এখানে যেটি করতে হবে, যদি কোন অ্যাপস ফোনে ইন্সটল করে রাখেন, নিয়মিত সেই অ্যাপটির ব্যাকগ্রাউন্ড ডাটা, ক্লিয়ার করে দিতে হবে, এটি করার পরে ফোনের চার্জ, কখনো দ্রুত শেষ হবে না, ফলে আপনার ফোনের, ব্যাটারি ব্যাকআপ আগের মতই ভালো থাকবে।

যারা প্রতিদিন ফোনে গেম, খেলতে থাকেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সেটিংস?

আমরা যারা মোবাইল ফোনে প্রতিদিন, গেম খেলি, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যেসব গেমিং অ্যাপস গুলো, ফোনে ইন্সটল করি কিংবা প্রতিদিন খেলি, সেই সকল গেমিং অ্যাপসগুলি কিন্তু, অনেকটাই ভারী হয়ে থাকে, এছাড়া এই সকল গেমিং অ্যাপসগুলির, ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে, ব্যাটারি ব্যাকআপ দিতে থাকি, ফলে আমাদের স্মার্টফোনটির, চার্জ দ্রুত শেষ হয়ে যায়, এবং আমরা ভেবে নিই, যে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ হয়তো কমে গেছে, এখন আমাদেরকে জেটি করতে হবে, যেকোনো গেমিং অ্যাপস ফোনে ইন্সটল করা থাকলে, কিংবা প্রতিদিন গেম খেলে থাকলে, নিয়মিত, প্রতি দুই থেকে তিন দিন, পর সেই গেমিং অ্যাপসটির, ব্যাকগ্রাউন্ড ডাটা ক্যাচ করে দিতে হবে, এটি করার ফলে, ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের মতই ভালো থাকবে।

যারা ইন্টারনেটে প্রতিদিন ভিডিও দেখেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সেটিংস?

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন, যারা প্রতিদিন, ইন্টারনেটের মাধ্যমে ভিডিও দেখতে থাকি, কিন্তু আমরা একবারও ভাবি না, যে অ্যাপটির সাহায্যে ভিডিও দেখছি, সেটি হতে পারে ফেসবুক কিংবা ইউটিউব, কিংবা যে কোন সোশ্যাল অ্যাপ, এই অ্যাপস গুলির সাহায্যে আমরা যে ভিডিও গুলি দেখছি, এই সকল সোশ্যাল অ্যাপস গুলির, ব্যাকগ্রাউন্ড এ হিউজ পরিমান, ব্যাটারি চার্জ রানিং করে, কিংবা ব্যাটারি ব্যাকআপ দিতে থাকে, যার কারণে আমাদের স্মার্ট ফোনের চার্জ, দ্রুত শেষ হয়ে যায়, আর আমরা ভাবতে থাকি, হয়তো ফোনের ব্যাটারি ব্যাকআপ কুমে গেছে, এটি সম্পূর্ণ ভুল ধারণা, আসলে আমরা যেসকল সোশ্যাল অ্যাপসের মাধ্যমে, প্রতিদিন ভিডিও দেখছি, সেই সকল সোশ্যাল অ্যাপস গুলির ডাটা কখনো কিলিয়ার করিনা, ফলে আমাদের চার্জ খুবই দ্রুত শেষ হয়ে যায়। যার কারণে আমাদের মনে হয়, যে ফোনের ব্যাটারি ব্যাকআপ কমে যাচ্ছে,, 

যে কোন অ্যাপস ফোনে ইন্সটল করে রাখলে, অবশ্যই এটি মনে রাখবেন, সেই অ্যাপটির ব্যাকগ্রাউন্ডে, ফোনের ইন্টারনেট এবং ফোনের ব্যাটারি ব্যাকআপ দিতে থাকে, ফলে আমাদের ফোনটি অচল হয়ে পড়ে, অবশ্যই যেটি করতে হবে, নিয়মিত প্রতিটা অ্যাপস এর ব্যাকগ্রাউন্ড ডাটা ক্লিয়ার করে দিতে হবে, এবং চেষ্টা করবেন আপনার সম্পূর্ণ ডার্ক মোড ব্যবহার করার জন্য। এতে করে আপনার চোখ খুবই সুরক্ষা থাকবে, এবং ফোনের ব্যাটারি ব্যাকআপ ও খুবই ভালো থাকবে। অবশ্যই এটি খেয়াল রাখবেন।

ধন্যবাদ সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ