Best Free Calling Apps 2021 for Android Bangla tutorial

 Best Free Calling Apps 2021 For Android


এখন থেকে নিজের নাম্বার গোপন রেখে সবাইকে কল দিতে পারবেন, আর সে বুঝতেও পারবেনা যে কলটি আপনি করেছেন, শুধু তাই নয় এটি আপনি যেকোন দেশেই করতে পারবেন, খুবই অসাধারণ একটি পদ্ধতি। 


নিজের নাম্বার গোপন রেখে যেভাবে কল করা যায়?


নাম্বার গোপন রেখে সবাইকে কল দিয়ার জন্য অবশ্যই আপনাকে সহজ কিছু স্টেপ ফলো করতে হবে, সর্বপ্রথম মোবাইল ফোনে একটি ছোট্ট Android app ইনস্টল করে নিতে হবে, অ্যাপসটি ইন্সটল করার জন্য ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন, তারপর সার্চ করবেন Free Calling Apps 2021 এটি লিখে সার্চ করবেন, তারপরে অ্যাপসটি সামনেই শো করবে অ্যাপসটি ইন্সটল করে নেবেন, অথবা অ্যাপটির ডাউনলোড লিংক এখানে দেয়া থাকবে একটু খুঁজে দেবেন। 


তারপরে অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করে নেবেন, এবং অ্যাপসটি ওপেন করার পর কিছু পারমিশন চাইবে সবগুলো পারমিশন কে allow করে দেবেন, তারপর দেখবেন অ্যাপসটির মেন ইন্টারফেস সামনে শো করবে, এবং নিচের দিকে দেখতে পাবেন বেস কিছু অপশন, সেখান থেকে call অপশনে ক্লিক করে দেবেন, তারপর দেখবেন ফোনের ডায়াল প্যাড ওপেন হয়ে যাবে, এখন আপনি খুব সহজেই যেকোনো নাম্বার ডায়াল করে কল দিতে পারেন, তবে এই অ্যাপটির সাহায্যে কল করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে।


অ্যাপসটির নিয়ম?

এই অ্যাপসটি ফার্স্ট টাইম ব্যবহার করার জন্য ফ্রিতে কিছু credit বনাস দেয়া হবে, মূলত এই credit এর সাহায্যে ফ্রিতে কথা বলা যাবে নিজের নাম্বার গোপন রেখে, এই credit টি যখন শেষ হয়ে যাবে তখন credit Earning করে নিতে হবে, যেটি খুবই সহজ ব্যাপার, credit Earning করার জন্য Credit অপশনে ক্লিক করে দেবেন এবং সেখান থেকে একটি Spin দেখতে পাবেন, প্রতিদিন Spin ঘুরিয়ে অনেক credit Earning করতে পারেন এছাড়া অ্যাপটি বন্ধুদের মাঝে শেয়ার করেও credit Earning করতে পারেন, আর আনলিমিটেড ফ্রিতে কথা বলতে পারেন নিজের নাম্বার গোপন রেখে। 


Apps Download link

Apps Download link

খুবই অসাধারণ একটি অ্যাপ্লিকেশন এটির মজা আপনি নিতে পারেন। 


ধন্যবাদ সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ