How to Recovery Delete Photo Video And Contacts Number || delete photo recovery trips bangla

 


মোবাইল ফোন থেকে যদি কোন ফটো ভিডিও কিংবা কন্টাক্ট নাম্বার ডিলিট হয়ে যায়। তবে চিন্তার কোন কারণ নেই সেটি আবার পুনরায় recovery করা যাবে। এবং ডিলিট ফটো ভিডিও আবার মোবাইল ফোনে ফিরিয়ে আনা যাবে। তবে এর জন্য সহজ কিছু স্টেপ ফলো করতে হবে। যেমন সর্বপ্রথম মোবাইল ফোনে ছোট্ট একটি Android অ্যাপস ইন্সটল করে নিতে হবে।


সর্বপ্রথম চলে যাবেন মোবাইল ফোনের প্লে স্টোরে এবং সার্চ করবেন। Recovery delete photo video file জাস্ট এতোটুকুই লিখে সার্চ করবেন। তারপর দেখবেন অ্যাপস টি আপনাদের সামনেই শো করবে। সেখান থেকে খুব সহজেই ইন্সটল করে নিতে পারেন। এছাড়া অ্যাপসটির ডাউনলোড লিংক এখানে দেয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারেন। 


তারপরে অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করবেন। ওপেন করার পর। কিছু পার্মিশন চাইবে। সবগুলা Allow করে দেবেন। তারপর দেখতে পাবেন image  video contacts মূলত আপনি যেটি recovery করতে চান। সেটির উপর ক্লিক করে দেবেন। তারপর scan বাটন সো হবে সেখানে ক্লিক করে যাবেন। দেয়ার পর একটু ওয়েট করবেন। আপনার ফোন থেকে যত ফটো কিংবা ভিডিও ডিলিট হয়ে যাবে সব এখান থেকেই অটোমেটিক। Recovery হতে থাকবে। এবং খুব সহজেই এখান থেকে। ডিলিট হওয়া ফটো Restore করে পুনরায় আপনার মোবাইল ফোনে নিয়ে আসতে পারবেন। 

Apps Download

এই সহজ স্টেপ গুলি ফলো করলে ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও কিংবা কন্টাক নাম্বার। আবার পুনরায় restore করা যাবে ধন্যবাদ।


App





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ